সোমবার ● ৬ জুন ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কারাগার থেকেই ইউপি মেম্বার নির্বাচিত হলেন রফিকুল ইসলাম
কারাগার থেকেই ইউপি মেম্বার নির্বাচিত হলেন রফিকুল ইসলাম
লংগদু প্রতিনিধি :: বাংলাদেশ নির্বাচন কমিশন ঘোষিত ৬ষ্ঠ ধাপে ৪জুন ইউনিয়ন পরিষদ নিবার্চনে জেলে থেকেই ভাসান্যাদম ইউপি’র ৯ নং ওয়ার্ড মেম্বার নির্বাচিত হয়েছেন পশ্চিম চাইল্যাতলীর জনপ্রিয় নেতা রফিকুল ইসলাম।
এই জন্য তিনি আল্লাহর দরবারে শুকরিয়া ও এলাকাবাসীর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ৪ জুন অনুষ্ঠিত সুষ্ঠু নির্বাচনের দিন রফিকুল ইসলাম নির্বাচনী এলাকায় ছিলেন না। তিনি দুর্নীতি মামলায় ১ মাস ধরে কারাবন্দি হয়ে একাকিত্ব মানবেতর জীবন পার করছেন। রফিকুল ইসলাম জেলে বন্দি থাকলেও বিন্দু মাত্রও কমেনি তার
প্রতি মানুষের ভালোবাসা। রফিকুল ইসলাম যে নিরাপরাধ ছিল তার প্রমাণ পশ্চিম চাইল্যাতলী এলাকার নারী ও পুরুষ গোপন ব্যালেটের মাধ্যমে দিয়েছেন।
একজন নেতা জেলে বন্দি থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিপুল ভোটে মেম্বার নির্বাচিত হওয়া আল্লাহর বড় দান এবং ৯নং ওয়ার্ডের মানুষের অকৃত্রিম ভালোবাসা ও সততার মহান প্রমাণ। ইতিপূর্বে বিরোধী দল বিভিন্ন ভাবে যে ব্যক্তিটির বিরুদ্ধে বদনাম করেছিল এই রফিকুল ইসলাম সেই রফিকুল ইসলাম নয়। যে রফিকুল ইশলাম গরীব মেহনতী, অসহায়, দুঃস্থ মানুষের ভালোবাসায় বিরল ছিল সেই রফিকুল ইসলাম।
৯ নং ওয়ার্ডের মানুষ রফিকুল ইসলামকে অন্ধকারে ভোট দিয়েছে জেল থেকে বের করে সমাজে শান্তি, শৃঙ্খলা ও ন্যায় বিচার ফিরিয়ে আনার জন্য। সরকারের কাছে ওয়ার্ডবাসীর একটিই দাবী নব নির্বাচিত মেম্বার রফিকুল ইসলামকে সকল মামলা প্রত্যাহার করে তাকে অবিলম্বে মুক্তি দেয়া হোক।