সোমবার ● ৬ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » কালীগঞ্জের গৃহবধূ হত্যার দায়ে যুবকের ফাঁসি
কালীগঞ্জের গৃহবধূ হত্যার দায়ে যুবকের ফাঁসি
গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৩ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৪৭মিঃ) গাজীপুরের কালীগঞ্জের গৃহবধূ হত্যা মামলায় রায়ে এক যুবককে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত৷৬ জুন সোমবার দুপুরে গাজীপুরের জেলা ও দায়রা জজ এ. কে.এম এনামুল হক জনাকীর্ন আদালতে ওই রায় প্রদান করেন৷ একই সঙ্গে রায়ে দন্ডপ্রাপ্ত আসামিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে৷
দন্ডপ্রাপ্ত আসামির নাম নূরুল আমিন ওরফে নূরে আলম ওরফে নূরা (২৩)৷ সে গাজীপুরের কালীগঞ্জের বরাইদ গ্রামের সাবেক মেম্বার নূর চান শেখের ছেলে৷
নিহত মিনারা খাতুন (৩৫) গাজীপুরের কালীগঞ্জ থানার সাওরাইদ এলাকার শাহাব উদ্দিনের স্ত্রী৷
গাজীপুর আদালতের পরিদর্শক মোঃ রবিউল ইসলাম আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, ২০১৫ সালের ৩১ মার্চ বেলা সাড়ে ১১টার দিকে কালীগঞ্জ উপজেলার সাওরাইদ গ্রামের গৃহবধূ মিনারা খাতুন ঘাস কেটে বাড়ি ফিরছিলেন ৷ পথে ওই এলাকার একটি পেয়ারা বাগানের কাছে পৌঁছালে আসামি নূরা বাঁশের লাঠি দিয়ে মিনারা বেগমের মাথার তালুতে আঘাত করে ৷ এতে তার মাথা ফেটে মগজ বের হয়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় ৷
এ ব্যাপারে নিহতের মেয়ে আয়েশা বেগম বাদি হয়ে ২০১৫ সালের ২ এপ্রিল কালীগঞ্জ থানায় মামলা দায়ের করেন ৷
পরে কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ ফরিদ উদ্দিন তদন্ত শেষে নূরার বিরুদ্ধে ২০১৫ সালের ১০ জুলাই পেনাল কোড ৩৪২/৩০২/৩৭৯ ধারার অপরাধে আদালতে অভিযোগ পত্র দাখিল করেন৷
পরে ৮জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে ওই হত্যা মামলায় আসামি নূরা দোষী সাব্যস্থ হওয়ায় সোমবার দুপুরে গাজীপুরের জেলা ও দায়রা জজ এ.কে.এম এনামুল হক তাকে মৃত্যুদন্ড ও ১০ হাজার টাকা জরিমানার রায় প্রদান করেন ৷
রায় প্রদানের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন ৷
রাস্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন পিপি এডভেকেট মোঃ হারিজ উদ্দিন আহম্মদ৷ আসামি পক্ষে ছিলেন প্রণব কুমার সরকার।