মঙ্গলবার ● ৭ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইদহে আওয়ামিলীগ নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা
ঝিনাইদহে আওয়ামিলীগ নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা
ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার দারিয়াপুর গ্রামে সোমবার দুপুরে প্রকাশ্যে আলফাজ উদ্দীন (৬৫) নামে এক সাবেক মেম্বরকে কুপিয়ে হত্যা করা হয়েছে ৷ এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন ৷ নিহত আলফাজ উদ্দীন হরিণাকুন্ডু উপজেলার দারিয়াপুর গ্রামের মৃত শাহাজ উদ্দীনের ছেলে ৷এদিকে মৃত আলফাজ উদ্দিনের একমাত্র পুত্র ড্যানি আহামেদ বলেন, সোমবার বেলা দুইটার দিকে কের্টের মামলা নিয়ে ২ ভাগিনা ও ৩ ভাতিজা যথাক্রমে হাবিবুর, জাহিদ, সাইদুল, আকরাম ও লিটন আমাদের সাথে কথা কাটাকাটি করে ৷ এক পর্যায়ে তারা ধরালো অস্ত্র নিয়ে চড়াও হয় আমার আব্বা আলফাজ ও আমাদের উপর ৷ তিনি আরো জানান, এ সময় বাধা দিতে গেলে আমাকে সহ আমার আব্বা আলফাজ, চাচা সোলাইমান ও শফিউদ্দীন চাচা সহ আরো তিনজনকে কুপিয়ে জখম করে ৷ আমার আব্বা আলফাজের ঘাড়ে, মাথায়, হাত, পাজোড়ে ধারালো অস্ত্রের কোপ লাগায় তিনি গুরুতর জখম হন পরে প্রচুর পরিমানে রক্ত ক্ষরনের কারনে মৃত্যু হয় ৷
তবে শফিউদ্দিন উথানের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেলে রেফার্ড করে কর্তব্যরত ডা. রেজিনা খাতুন ৷ খোঁজ নিয়ে জানা গেছে শফিউদ্দিন উথান এখনও আশংকা মুক্ত নন ৷
হরিণাকুন্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাতাব উদ্দীন জানান, সোমবার বেলা দুইটার দিকে জমিজমা নিয়ে আলফাজের ভাগিনাদের সাথে আলফাজ উদ্দীনের কথা কাটাকাটি হয় ৷ এক পর্যায়ে তারা ধরালো অস্ত্র নিয়ে চড়াও হয় আলফাজের উপর ৷ তিনি আরো জানান, এ সময় বাধা দিতে গেলে সোলাইমান, ড্যানি ও শফিউদ্দীন নামে আরো তিনজনকে কুপিয়ে জখম করা হয় ৷ আলফাজের ঘাড়ে, মাথায়, হাতে ধারালো অস্ত্রের কোপ লাগায় তিনি গুরুতর জখম হন ৷
তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের চিকিত্সক ডা. রেজিনা খাতুন মৃত বলে ঘোষনা করেন ৷ ডা. রেজিনা খাতুন জানান, প্রচুর রক্তক্ষরণের কারণে অনেক আগেই আলফাজের মৃত্যু ঘটেছে ৷
আহত অন্যান্যদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ হাসপাতালে লাশ নিয়ে স্বজনদের আহাজারী করতে দেখা গেছে ৷ হরিণাকুন্ডু থানার ওসি মাহাতাব উদ্দীন আরো জানান, বিস্তারিত জানতে আমি ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছি ৷ আলফাজের লাশ ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ৷ হরিণাকুন্ডু থানায় এখনো কোন মামলা হয়নি ৷
তবে মৃত আলফাজের ছেলে এক মাত্র ছেলে ড্যানি আহমেদ সুস্থ হলেই মামলা করা হবে বলে জানিয়েছেন আলফাজের মেয়ের জামাই মো.সালাম ৷