মঙ্গলবার ● ৭ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » পুলিশ সুপারের স্ত্রী হত্যার প্রতিবাদে বিক্ষোভ
পুলিশ সুপারের স্ত্রী হত্যার প্রতিবাদে বিক্ষোভ
ঝিনাইদহ প্রতিনিধি :: চট্টগ্রামে এসপি বাবুল আক্তারের স্ত্রীকে নির্মম ভাবে হত্যার প্রতিবাদে ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসুচি পালন করা হয়৷ এলাকাবাসি পক্ষ থেকে ৬জুন সোমবার সকাল ১০টার দিকে শৈলকুপা উপজেলার হাটফাজিলপুর বাজারে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসুচি পালন করা হয়৷
এ উপলক্ষ্যে সকালে পুলিশ সুপার বাবুল আক্তারের গ্রামের বাড়ি মদনগোপালপুর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়৷ মিছিল শেষে স্থানীয় হাটফাজিলপুর বাজারের সমাবেশ ও মানববন্ধন কর্মসুচি পালিত হয়৷ ঘন্টাব্যাপি এ মানববন্ধন কর্মসুচিতে পুলিশ সুপার বাবুল আক্তারের স্বজন, এলাকাবাসি, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেয়৷ কর্মসুচি শেষে এক সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন বিশ্বাস, পুলিশ সুপার বাবুল আক্তারের স্বজন সজল হোসেন, হাটফাজিলপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক জাহাঙ্গীর আলম ও শিক্ষিকা শিল্পি খাতুন৷
মানববন্ধনে বক্তারা অবিলম্বে পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুর হত্যকারীদের গ্রেফতার করে জড়িতদের দৃষ্টান্তমুলক শাসত্মির দাবি জানান৷