শিরোনাম:
●   পারভেজ হত্যার প্রতিবাদে রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ ●   খাগড়াছড়িতে ইউপিডিএফ এর গোপন আস্তানার সন্ধান ●   ইয়েন ইয়েনের দেশবিরোধী প্ল্যাকার্ড নেওয়ায় রাঙামাটিতে পিসিসিপি’র বিক্ষোভ ●   ধর্ষক ফাহিম ও রিমন চাকমার শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ●   রাঙামাটি জেলায় গণঅভ্যুত্থানের পর জনগণের আকাঙ্খার বাস্তবায়ন ও প্রতিফলন ঘটেনি ●   কাল ১৮এপ্রিল রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংবাদ সম্মেলন ●   কুষ্টিয়ায় বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত ●   অবিলম্বে মেঘনাকে মুক্তি দিন, ৭৪ এর বিশেষ ক্ষমতা আইন বাতিল করুন ●   মার্কিন মদদেই ইসরায়েল গাজায় গণহত্যা চালিয়ে যেতে পারছে ●   আত্রাইয়ে তৈরি হচ্ছে দৃষ্টিনন্দন কাগজের ফুল ●   পাহাড়ে নববর্ষ ও চৈত্রসংক্রান্তির সাতরঙা উৎসব : মো. রেজুয়ান খান ●   বাগেরহাটে লবণাক্ত পতিত জমিতে মাঠজুড়ে সূর্যমূখীর হাঁসি ঝিলিক ●   প্রকাশ্য রাষ্ট্রবিরোধী কাজ করছে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার ●   ফটিকছড়িতে আগুনে পুড়ল বিধবার ঘর ●   ১৩ বছর পর জমি দখলে নেয় ভুক্তভোগী, ভিন্নখাতে নিতে অপ-প্রচার ●   দেহ ব্যবসায়ীদের আস্তানা পুড়িয়ে দিলেন এলাকাবাসী ●   রাঙামাটিতে নারী হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন : ঘাতক গ্রেফতার ●   গাজার প্রতি বৈশ্বিক সংহতির অংশ হোন - ‘নো ওয়ার্ক, নো স্কুল কর্মসূচি সফল করুন : জুঁই চাকমা ●   বাঙ্গালহালিয়া শিব মন্দিরে ৫ দিনব্যাপী বাসন্তী মায়ের পূজা ●   রাঙামাটি এটিআই শিক্ষার্থীরা ৮ দফা কর্মসূচির ঘোষণা ●   ছেলের দায়ের কোপে আহত মায়ের মৃত্যু ●   সু-প্রদীপ চাকমা রাঙামাটিতে আগমনের প্রতিবাদে কালো পতাকা হাতে বিক্ষোভ ●   রাঙামাটি বিজিবি সেক্টর সদর দপ্তর পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা ●   এতিম শিশুদের সাথে ঈদ-উল-ফিতর এর আনন্দ ভাগ করে নিলেন রাঙামাটি জেলা প্রশাসক ●   রাঙামাটিতে ঈদের উপহার পেলেন সাড়ে তিন’শ ইমাম মুয়াজ্জিন ●   সিয়াম সাধনার পুরস্কার : ঈদুল ফিতরের মাহাত্ম্য ও তাৎপর্য ●   সাইফুল হক দেশবাসীকে ঈদ উল ফিতর এর শুভেচ্ছা জানিয়েছেন ●   সু-প্রদীপ চাকমাকে পার্বত্য চট্টগ্রামে অবাঞ্চিত ঘোষণার হুশিয়ারী দিয়েছে পিসিসিপি ●   পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের নজিরবিহীন বৈষম্যের প্রতিবাদ জানিয়েছে পিসিসিপি ●   জাতীয় ঐকমত্য কমিশনের কাছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে মতামত জমা দেয়া হয়েছে
রাঙামাটি, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৭ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » মাটিরাঙ্গায় চুরির দায়ে শিক্ষক রবিউল আটক
প্রথম পাতা » অপরাধ » মাটিরাঙ্গায় চুরির দায়ে শিক্ষক রবিউল আটক
মঙ্গলবার ● ৭ জুন ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাটিরাঙ্গায় চুরির দায়ে শিক্ষক রবিউল আটক

---মাটিরাঙ্গা প্রতিনিধি :: (২৪ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৯.১৪মিঃ) পার্বত্য খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় চুরির দায়ে গোমতি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের (সপ্রাবি) প্রধান শিক্ষক মো. রবিউল ইসলামকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী ৷

জানা গেছে,পবিত্র রমজান উপলক্ষে সরকারী ভাবে স্কুল বন্ধ থাকলেও ৭ জুন মঙ্গলবার সকালে বিদ্যালয় পরিচালনা কমিটির কাউকে না জানিয়ে চুপি চুপি প্রধান শিক্ষক মো. রবিউল ইসলাম ট্রাকে বোঝাই করেন বিদ্যালয়ের পুরাতন ভবনের মালামাল ৷
বিষয়টি টের পেলে বিদ্যালয় পরিচালনা কমিটি ও স্থানীয় এলাকাবাসী তাকে চুরিকৃত মালামাল আর মালবাহী গাড়ীসহ হাতে নাতে আটক করে ৷ আটককৃত গাড়ী নং - রাঙামাটি-ড-০২-০০১৬ ৷ সকাল  সাড়ে ৮টার দিয়ে মালামালসহ মো. রবিউল ইসলাম (মাষ্টার) কে আটক করলেও দুপুর ১২টার পর্যন্ত তাকে আইনের হাতে তুলে দেননি বিদ্যালয় পরিচালনা কমিটি ৷
এ নিয়ে স্থানীয় এলকাবাসীদের মাঝে চলছে নানা গুঞ্জন ৷ কেউ কেউ শঙ্কা প্রকাশ করে বলেন, প্রভাবশালী ও চতুর এই শিক্ষকের বিচার যদি দ্রুত সময়ের মধ্যে করা না হয় তাহলে প্রশাসনকে ম্যানেজ করে সে আবার অন্যায় কার্যক্রম চালিয়ে গেলেও তাতে এলাকাবাসীর কিছুই করার থাকবে না ৷
স্থানীয়রা জানান, এই স্কুলে জাতীয় দিবসগুলোতে পতাকা উত্তোলোন করা হয়না ঠিকমতো ৷ যদিও কোন কোন সময় উত্তোলোন করা হয়,তা ২/৩দিনেও নামানো হয় না ৷ প্রধান শিক্ষকের অবহেলার কারণে বিদ্যালয়টিতে পড়াশোনা চলেনা ঠিক মতো, সহকারী শিক্ষিকারা নিজেদের মাথার উকুন বাছাই করান ছাত্রীদের দিয়ে, প্রশংসাপত্র নিতে প্রতিটি ছাত্র/ছাত্রীদের কাছ থেকে ২/৩ শত টাকা আবার অনেকের কাছে ৩ থেকে ৫ শত টাকা পর্যন্ত আদায় করেন অবৈধভাবে ৷ মাসে ২/৩ দিন ছাড়া বাকী দিন হাজিরা খাতায় স্বাক্ষর দিয়েই অফিসিয়াল কাজের নামে ব্যক্তিগত কাজেই তিনি বেশীর ভাগ সময় মাটিরাঙ্গা যাতায়াত করেন ৷ নিলামের মালামাল নির্দিষ্ট সময়ের মধ্যে একবার নিয়ে গেছে নিলাম প্রাপ্তরা ৷ যদি নিলামের মালামাল হতো তাহলে বন্ধের দিনে কেন ? পরিচালনা কমিটিকে না জানিয়ে কেন ? নিলাম বিজ্ঞপ্তির তারিখের সাথে দেখানো মালপত্রের অমিল কেন ? কাগজপত্রে ৯ মাসের মতো সময়ের গরমিল রয়েছে বলে তাত্‍ক্ষনিক বৈঠকে প্রতিমাণ হয় ৷ এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসারকে অভিযোগ দিবো বললে, রবিউল ইসলাম বলেন, এই রকম শিক্ষা অফিসার আমার পকেটে থাকে ৷
এ বিষয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. এনামুল হক আলীম জানান, বিষয়টি ইতিমধ্যে আমি উপজেলা ভারপ্রাপ্ত প্রাইমারী শিক্ষা অফিসার কৃষ্ণ লাল দেবনাথকে জানিয়েছি ৷ তার পরামর্শ নিয়ে আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহন করবো ৷
মালামাল নেয়ার বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কৃষ্ণ লাল দেবনাথ জানেন রবিউল ইসলাম এমন দাবী করলেও এ বিষয়টি একেবারেই জানেন না বলে সাফ জানালেন উপজেলা শিক্ষা অফিসার মুঠোফোনে এই প্রতিনিধিকে ৷ তিনি বলেন, নিলামে সর্বোচ্চ দরদাতা নিয়মানুযায়ী ১৫ দিনের মধ্যে নিলামকৃত মালামাল উক্ত এলাকার থেকে সরিয়ে নিতে হবে অবশ্যই ৷ যদি নির্দিষ্ট সময়ের মধ্যে না নেয় তা পুনরায় স্কুলের সম্পত্তি নিসেবে বিবেচিত হয়ে পুনরায় নিলামে উঠবে ৷
এ দিকে বিষয়টি জানার পর পর শিক্ষক সমিতির নেতৃবৃন্দ স্কুল এলাকা পরিদর্শন ও অভিযুক্ত শিক্ষকের সাথে স্বাক্ষাত করার খবর পাওয়া গেছে ৷
এ দিকে চুরির দায়ে অভিযুক্ত  শিক্ষক মো. রবিউল ইসলাম জানান, আমি নির্দোষ ৷ প্রশাসনিক নিয়ম মেনেই আমি নিলামের মালামাল হস্তান্তর করছিলাম ৷ উপস্থিত জনতার সামনে তাকে আটকের বিষয়টি তিনি প্রশাসনকে অবহিত করেছেন কিনা জানতে চাইলে তিনি সনত্মোষ জনক উত্তর না দিয়ে সংবাদ কর্মীকে অফিসের ভিতরে নিয়ে একা একা কথা বলতে অনুরোধ জানান ৷ এ সময় উত্তেজিত জনতা নানা অভিযোগ করতে থাকেন ৷
এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় অভিযুক্ত রবিউল ইসলাম মাষ্টারকে সোপর্দ্দ করার খবর জানা যায়নি ৷





আর্কাইভ