বুধবার ● ৮ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » মহাসড়কে যানজট নিরসনে গাজীপুর পুলিশের আগাম প্রস্তুতি
মহাসড়কে যানজট নিরসনে গাজীপুর পুলিশের আগাম প্রস্তুতি
গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৫ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৮.৪০মিঃ) পবিত্র ঈদুল ফিতরে ঘরমুখো যাত্রীদের যাতে মহাসড়কে যানজটের কবলে পড়তে না হয় সেজন্য গাজীপুর পুলিশের পক্ষ থেকে আগাম প্রস্তুতি নেয়া হয়েছে৷ যানজট নিরসনে ইতোমধ্যে ঢাকা-টাঙ্গাইল এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ, ট্রাফিক পুলিশ ও কমিউনিটি পুলিশ কাজ শুরু করে দিয়েছে৷
৮ জুন বুধবার দুপুরে গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন-অর-রশিদ নগরীর চান্দনা-চৌরাস্তা এলাকায় ট্রাফিক পুলিশ ও কমিউনিটি পুলিশের মধ্যে বিশেষ জ্যাকেট বিতরণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন৷
পুলিশ সুপার জানান, ইতোমধ্যে চান্দনা-চৌরাস্তা মোড়, ভোগড়া বাইপাস মোড়, টঙ্গী ব্রিজ, স্টেশন রোড, মাওনা, কোনাবাড়ি ও চন্দ্রা এলাকায় যানজট নিরসনে ট্রাফিক পুলিশের সঙ্গে থানা পুলিশ এবং ৬শর মতো কমিউনিটি পুলিশ সদস্য দায়িত্বপালন শুরু করেছেন৷ ঈদ ঘনিয়ে আসলে কমিউনিটি পুলিশের সংখ্যা আরো বাড়ানো হবে৷ এছাড়া ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আশপাশের দোকানপাট ও স্থাপনা সরানোর কাজ শুরু হয়েছে৷
তিনি আরো বলেন, টঙ্গী স্টেশন রোড এলাকায় তিনটি আইপি ক্যামেরায় যানজট মনিটরিং করা হচ্ছে৷ ঈদের আগে চান্দনা-চৌরাস্তা মোড়, ভোগড়া বাইপাস মোড় ও চন্দ্রা ত্রিমোড়সহ গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা ও পর্যবেক্ষণ চৌকি স্থাপনসহ বিশেষ টহল টিম কাজ করবে৷
এ সময় গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, সোলায়মান, আব্দুস সবুর, গাজীপুর ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ সুপার মোঃ সাখাওয়াত হোসেন ও গাজীপুর হাইওয়ে কমিউনিটি পুলিশের সভাপতি সুলতান আহমেদ সরকার উপস্থিত ছিলেন৷