মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » চট্টগ্রাম » মীরসরাই সড়ক দুর্ঘটনায় নিহত - ৭ আহত - ৫
মীরসরাই সড়ক দুর্ঘটনায় নিহত - ৭ আহত - ৫
চট্টগ্রাম প্রতিনিধি :: চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জ দক্ষিণ সোনাপাহাড় এলাকায় ঢাকা -চট্টগ্রাম মহাসড়কে সোমবার ভোর সাড়ে ৫ টার দিকে চালবোঝাই একটি ট্রাক রাস্তার পাশে খাদে পড়ে গেলে ৭ জন নিহত ও ৫ জন আহত হয়েছে।
হাইওয়ে পুলিশের জোরারগঞ্জ ফাঁড়ির ইনচার্জ মো ফরিদ উদ্দিন জানান, নওগাঁ থেকে চট্টগ্রামগামী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিেয় খাদে পড়ে উল্টে গেলে ট্রাকে থাকা ৭ জন ঘটনাস্থলে মারা যায়। নিহতরা হলেন কামাল মিঞা (৪৫), সাইদুল (৪০), মনির (৪৫), আজাদ (২৫), রুবেল (২৫), টিপু (৩০) ও আলম (৩০)। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে নেয়া হয়েছে।
নিহতদের মধ্যে ছয়জনের বাড়ী নাওগাঁ জেলায়, একজনের বাড়ী বগুড়ায়।
এ ঘটনায় আরো ৫ জন আহত হয়েছে বলে জানান ইনচার্জ ফরিদ উদ্দিন।
এদিকে, দুর্ঘটনা থেকে বেচে যাওয়া যাত্রী ফজলে ইলাহী জানান, নাওগা থেকে দুইশ টাকা ভাড়ায় ১১জনকে ট্রাকটিতে তুলে নেয় চালক ও সহকারীরা।
মাঝপথে চালক ঘুমিয়ে থেকে সহকারীকে ট্রাকটি চালাতে দেয়, এতে যাত্রীরা কয়েকবার আপত্তি জানালেও তারা শুনেনি, দুর্ঘটনার সময় সহকারীই ট্রাকটি চালাচ্ছিলো,চালক ঘুমিয়ে ছিলো, জানান যাত্রী ফজলে ইলাহী।
হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ উদ্দিন জানান, উল্টে যাওয়ার স্থানটিতে রাস্তার একটা বাক ছিলো, প্রাথমিকভাবে মনে হচ্ছে নিয়ন্ত্রণ রাখতে না পেরে ট্রাকটি উল্টে যায়। নিহতরা সবাই চালের বস্তার নীচে চাপা পড়ে ছিলো।
এদিকে, ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।আপলোড : ১৩ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ১.০৮ মিঃ