শনিবার ● ১১ জুন ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথ-হাবড়া-ছালিয়া সড়কে খানাখন্দে ভরপুর, জনদূর্ভোগ
বিশ্বনাথ-হাবড়া-ছালিয়া সড়কে খানাখন্দে ভরপুর, জনদূর্ভোগ
মো. আবুল কাশেম, বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি :: (২৮ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.২৮মিঃ) ছোট-বড় একাধিক গর্ত থাকার কারণে দীর্ঘদিন থেকে যানবাহন চলাচলের জন্য অনুপযোগী হয়ে পড়েছে বিশ্বনাথ-হাবড়া-ছালিয়া সড়কটি৷ সড়কটিতে খানাখন্দে ভরপুর থাকায় জনদূর্ভোগ চরমে পৌছেছে৷ জীবিকা নির্বাহের জন্য জীবনের ঝুঁকি নিয়ে সড়কটি দিয়ে যানবাহন চালাচ্ছেন চালকরা৷ রোগী কিংবা অন্তসত্ত্বা মহিলাদের জরুরী চিকিত্সা সেবা প্রদানে এলাকাবাসীকে পোহাতে হচ্ছে চরম দূর্ভোগ৷ দীর্ঘদিন ধরে সড়কটির এমন করুণদশা থাকলেও তা সংস্কারে এলাকার জনপ্রতিনিধিরা পালন করছেন নিরব ভূমিকা৷
স্থানীয় সূত্রে জানা গেছে, সড়কটি দিয়ে প্রতিদিন উপজেলার ৩টি (বিশ্বনাথ সদরের একাংশ, দৌলতপুর, দশঘর) ইউনিয়নের কয়েক হাজার মানুষকে প্রতিদিন নিজেদের প্রয়োজনে সড়কটি ব্যবহার করতে হয়৷ সামান্য বৃষ্টি হলে সড়ক দিয়ে চলাচলে মানুষের দূর্ভোগ আরোও কয়েকগুন বেড়ে যায়৷ দীর্ঘদিন ধরে এলাকাবাসী সড়কটি সংস্কারের জন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়ে আসলেও কাজের কাজ কিছুই হচ্ছে না বলে অভিযোগ রয়েছে এলাকাবাসীর৷
এলাকার আবদুল লতিফ বলেন, সড়ক দিয়ে গর্ভবতি মহিলাদেরকে ডাক্তারে কাছে নিয়ে আমাদেরকে চরম দূর্ভোগ পোহাতে হয়৷ এতে রোগীরও দূর্ভোগ বেড়ে যায়৷
অটোরিকসা চালক কবির আহমদ বলেন, জীবিকা নির্বাহের জন্য আমাদেরকে জীবনের ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হয়৷ এতে আমাদেরকে আর্থিক ও শারীরিক ক্ষতির শিকার হতে হয়৷
বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের নব-নির্বাচিত মেম্বার রফিক মিয়া বলেন, জনগূররুত্বের দিক বিবেচনা করে সড়কটি যত দ্রুত সম্ভব সংস্কার করা প্রয়োজন৷