রবিবার ● ১২ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে অস্ত্র ও গুলি উদ্ধার : গ্রেফতার ৮৬
গাজীপুরে অস্ত্র ও গুলি উদ্ধার : গ্রেফতার ৮৬
মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৯ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় বিকাল ৫.৫০মিঃ) গাজীপুরে বিশেষ অভিযান চালিয়ে ৮৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ৷ এ সময় একটি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়৷
১২ জুন রবিবার সকালে গাজীপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানানো হয়৷
সাংবাদিক সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ জানান, বিশেষ অভিযানে ৮৬ জনকে বিভিন্ন অভিযোগে গ্রেফতার করা হয়েছে৷ এদের মধ্যে শনিবার দিবাগত রাত ২টার দিকে চান্দনা চৌরাস্তা এলাকা থেকে পাবনার ফইলজানা গ্রামের ফরিদ হোসেন ও একই এলাকার জাহাঙ্গীর আলমকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, চাকু ও হাতুরিসহ গ্রেফতার করা হয়েছে৷
অভিযানকালে জয়দেবপুর থানা এলাকা থেকে ৩১, টঙ্গী থানায় ১৪, কালিয়াকৈর থানায় ১১, শ্রীপুর থানায় ৯, কাপাসিয়া থানায় ১৩ ও কালীগঞ্জ থানা এলাকা থেকে ৮ জনকে গ্রেফতার করা হয়৷
এছাড়া গত তিনদিনে জেলা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে এক জেএমবি সদস্যসহ ২৪১ আসামিকে গ্রেফতার করেছে৷ অভিযানকালে ৪৫টি অবৈধ মোটরসাইকেল, একটি বিদেশি পিস্তল, রিভলবার, ম্যাগাজিনসহ দুই রাউন্ড পিস্তলের গুলি, ৩টি পাইপগান, দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়৷
সাংবাদিক সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, আব্দুস সবুর খানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন৷