রবিবার ● ১২ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » কালীগঞ্জে গৃহবধূ ও ব্যবসায়ীর আত্মহত্যা
কালীগঞ্জে গৃহবধূ ও ব্যবসায়ীর আত্মহত্যা
গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৯ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.২২মিঃ) গাজীপুরের কালীগঞ্জে গলায় ফাঁস দিয়ে মালা বেগম (১৯) নামের গৃহবধূ ও বিধান চন্দ্র দাস (২৬) নামের এক মিষ্টি ব্যবসায়ী আত্মহত্যা করেছেন৷
পুলিশ ১১ জুন শনিবার বিকেলে লাশ দুইটি উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে৷
নিহত গৃহবধূ উপজেলার পৌর এলাকার চৌড়া গ্রামের মোঃ মোশারফ হোসেনের মেয়ে এবং গাজীপুর মহানগর এলাকার মালয়েশিয়া প্রবাসী মোঃ জজ মিয়ার স্ত্রী৷
অন্যদিকে নিহত ব্যবসায়ী জামালপুর ইউনিয়নের নারগানা গ্রামের জগদীশ চন্দ্র দাসের ছেলে৷ তিনি গ্রামে গ্রামে ঘুরে মিষ্টি ও দই বিক্রি করতেন৷
কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোঃ হাবিবুর রহমান পরিবারের বরাত দিয়ে আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, দিন পনেরো আগে স্বামী জজ মিয়া মালয়েশিয়া থেকে দেশে আসেন৷ তিন দিন আগে মালার স্বামী তাকে বাবার বাড়ি চৌড়া দিয়ে যায়৷ কিন্তু শনিবার দুপুরে কাউকে কিছু না বলে ঘরে দরজা বন্ধ করে দেয়৷ পরে পরিবারের লোকজন তার কোনো সাড়া-শব্দ না পেয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে দেখে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলে আছে৷
স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়৷ তবে কি কারণে আত্মহত্যা করেছে তা জানা যায়নি৷
অন্যদিকে কালীগঞ্জ থানার আরেক উপ-পরিদর্শক (এসআই) মোঃ আজিজুর রহমান রহমান স্থানীয়দের বরাত দিয়ে আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানান, দুপুরে কাউকে কিছু না বলে বিধান তার শয়নকক্ষের দরজা বন্ধ করে দেয়৷ পরে পরিবারের লোকজন তার কোনো সাড়া-শব্দ না পেয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে দেখে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে রশি পেঁচিয়ে ঝুলে আছে৷
স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়৷ তবে কি কারণে বিধান আত্মহত্যা করেছে পুলিশ প্রাথমিকভাবে কিছু জানাতে পারেনি৷