শিরোনাম:
●   পার্বতীপুর রেলওয়ে ইর্য়াডের আম গাছে যুবকের আত্মহত্যা ●   রংধনু ক্লাবের কার্যকরী পরিষদ গঠিত ●   কাউখালী তাহেরিয়া রশিদা সুন্নিয়া দাখিল মাদরাসার সভা ●   পাকুন্দিয়ায় ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ গঠিত ●   বৈরী আবহাওয়ায় ও শীতের তীব্রতায় বাড়ছে কৃষকের দুশ্চিন্তা ●   কোন হটকারিতায় গণঅভ্যুত্থানের অর্জন নষ্ট করা যাবেনা ●   তরফভাইখাঁ সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ●   মিরসরাইয়ে শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ ●   ঈশ্বরগঞ্জে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ●   লংগদু এস এস সি পরীক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরন ●   ঐক্যমতের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার শেষে ২০২৫ এর মধ্যেই জাতীয় নির্বাচন সম্ভব ●   হালদা থেকে বিপন্ন গাঙ্গেয় প্রজাতির মৃত ডলফিন উদ্ধার ●   খাগড়াছড়ির আলুটিলায় পর্যটকবাহী বাস উল্টে আহত-২০ ●   পানছড়িতে লোগাং জোন এর অনুদান সামগ্রী প্রদান ●   আত্রাইয়ে কুলি-বেদে সম্প্রদায়ের মাঝে জেলা প্রশাসকের কম্বল বিতরণ ●   চুয়েটে স্থাপত্য বিভাগের ১ম জাতীয় কনফারেন্স শুরু ●   বিজিবির অভিযানে খাগড়াছড়িতে ১২ অনুপ্রবেশকারী আটক ●   ঈশ্বরগঞ্জে জাতীয় প্রবাসী দিবস পালিত ●   কুষ্টিয়ায় বালুঘাট দখল নিতে তাণ্ডব চালিয়েছে সশস্ত্র সন্ত্রাসীরা ●   রাউজানে বিকাশ প্রতারকের ফাঁদে নারী উদ্যোক্তা তানিয়া ●   যোবায়ের-সাদপন্থীদের সংঘর্ষে রণক্ষেত্র ইজতেমা মাঠ : নিহত ৩ ●   মিরসরাইয়ে মধ্য তালবাড়ীয়া স্পোর্টিং ক্লাবের কমিটি গঠন ●   জিয়া কিংবা শেখ মুজিব নয়; জনগণই মুক্তিযুদ্ধের মূল নায়ক : টিপু ●   নবীগঞ্জে ট্রাকের ধাক্কায় কলেজ ছাত্রের প্রাণহানি ●   জাতীয় ঐকমত্য কমিশন এর নেতৃত্বে থাকবেন ড. ইউনূস ও আলী রীয়াজ ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে বিজয় দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন : সভাপতি আউয়াল, সম্পাদক আতাউর ●   কাউখালীতে মহান বিজয় দিবস উদযাপন ●   দীপংকর তালুকদার এর অবৈধ সম্পদের তদন্তে নেমেছে দুদক ●   ঈশ্বরগঞ্জে বিজয় দিবস পালিত
রাঙামাটি, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৩ জুন ২০১৬
প্রথম পাতা » খেলা » সভাপতি মঞ্জুর কাদের কোরাইশী এনএসসি’র মাধ্যমে আমাকে অপসারণ করেছে : উইং কমান্ডার মহিউদ্দিন আহমেদ (অব.)
প্রথম পাতা » খেলা » সভাপতি মঞ্জুর কাদের কোরাইশী এনএসসি’র মাধ্যমে আমাকে অপসারণ করেছে : উইং কমান্ডার মহিউদ্দিন আহমেদ (অব.)
সোমবার ● ১৩ জুন ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সভাপতি মঞ্জুর কাদের কোরাইশী এনএসসি’র মাধ্যমে আমাকে অপসারণ করেছে : উইং কমান্ডার মহিউদ্দিন আহমেদ (অব.)

---সংবাদ বিজ্ঞপ্তি :: বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের সদ্য বিদায়ী সাধারন সম্পাদক উইং কমান্ডার মহিউদ্দিন আহমেদ (অব.) সিএইচটি মিডিয়া টুয়োন্টফোর ডটকম অনলাইন গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের সভাপতি মঞ্জুর কাদের কোরাইশী আমার বিরুদ্ধে বিভিন্ন সংবাদ মাধ্যমে যেসব খবর সাংবাদিকদের ম্যানেজ করে প্রচার করছে তা পুরোটাই মিথ্যা ও উদ্দেশ্য প্রনোদিত ৷ আমি এ ঘটনার তিব্র নিন্দা জানাচ্ছি। সেই সাথে মিডিয়া, এনএসসি, বিওএ এবং সরকারের কাছে বিনীত নিবেদন এই ঘটনার সুষ্ট ও নিরপেক্ষ তদন্তের দাবি করছি ৷ তার মনগড়া ও সাজানো অভিযোগের মাধ্যে ক্রীড়া কর্তৃপক্ষের কাছে আমার ক্রীড়াঙ্গনে এবং ভারোত্তোলন এর সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘ ৪১ বছরের জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে ভাবমুর্ত্তি ও সততা প্রশ্নবিদ্ধ করে ফেডারেশনে তার অনৈতিক কাজ বিনা বাধায় করা যাবে বলে তিনি মিথ্যাচার করে আমাকে এনএসসি’র মাধ্যমে সরিয়ে তার মনমতো নিজের আত্বীয় স্বজন এমনকি তার সহকারীকেও ফেডারেশনের এ্যাডহক কমিটি বানিয়েছে ক্রীড়া পরিষদকে ধোকা দিয়ে৷ বর্তমান কমিটির ২৪ জনের মধ্যে ৮জন বাদে বাকী কেউই ভারোত্তোলন এর সাথে জড়িত নন ৷

এই ঘটনারও তদন্ত হওয়া উচিত বলে আমি মনে করি ৷

নিচে বর্তমান সভাপতি  মঞ্জুর কাদের কোরাইশীর কিছু কর্মকান্ডের বিবরণ তুলে ধরা হলো সবার জানার জন্য ৷

১. মঞ্জুর কাদের কোরাইশী কোষাধ্যক্ষ ছাড়া ব্যাংক একাউন্ট পরিচালনা করতে চান যা গঠনতন্ত্র পরিপন্থী ৷ তিনি ব্যক্তিগত ক্ষমতা দেখিয়ে ফেডারেশনের গত ১৭জানুয়ারী ২০১৫ তারিখের সভায় সকল সদস্যের মতামত উপেক্ষা করে একাই ব্যাংকে গিয়ে ব্যাংক হিসাব শুধুমাত্র সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরে পরিচালিত হবে বলে চেক স্বাক্ষরের ক্ষমতা নেন ৷ নীতিগত ভাবে তার এই কাজের সাথে আমার এবং কোন সদস্যের সমর্থন ছিলো না ৷ উল্লেখ্য, বিস্তারিত গত ১৭ জানুয়ারী ২০১৫ সালের সভায় কার্য বিবরনীতে লেখা রয়েছে ৷

২. তিনি আমাকে আলাদাভাবে আরেকটি ব্যাংক একাউন্ট খেলার জন্য প্রস্তাব দেন ৷ যা তিনি ও আমি পরিচালনা করবো ৷ তার সেই অনৈতিক কর্মের প্রস্তাবে আমি সমর্থন করি নাই ৷ উল্লেখ্য, সেই ১৯৭২ সাল থেকে (বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম শাখায়) একটি মাত্র একাউন্টের মাধ্যমে বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের অর্থ লেনদেন হয়ে আসছে ৷
তার স্বার্থ হাসিল না হওয়াতে তিনি একটি সংবাদ পত্রের রিপোর্টারকে ম্যানেজকে ফেডারেশনের ব্যাংক একাউন্ট নেই বলে মিথ্যা খবর ছাপায় ৷ অথচ গত ৪৫ বছর যাবত্‍ একটি মাত্র ব্যাংক একাউন্ট এর মাধ্যমে হিসেব পরিচালিত হয়ে আসছিলো সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ ও সভাপতির স্বাক্ষরে ৷ বিষয়টি এনএসসি ও বিওএসহ সরকারের জানা ৷ যদি একাউন্টই না থাকে তাহলে ফেডারেশন এত দিন চললো কিভাবে ? আর এনএসসি তার অর্থ দিলেন কাকে বা কোন একাউন্টে ৷ বিষয়টি রীতিমত সুস্থ মানুষের কাছে হাস্যকর ছাড়া আর কিছুই নয় ৷

৩. সভাপিত মঞ্জুর কাদের কোরাইশী বিভিন্ন সময় ফেডারেশনের মাধ্যমে আমাকে তার স্বার্থ সিদ্ধি হয় এমন কাজের পরামর্শ দিতেন ৷ যেন বিদেশে দল পাঠানোর সময় খেলোয়াড়দের সাথে তার একটি লোকের ভিসা করে দিতে বলেন ৷ আমি তাঁকে অনৈতিক কাজ থেকে বিরত থাকার কথা বললে তিনি আমার সাথে অশোভন আচরণ করেন ৷

এই ঘটনার স্বাক্ষী :
১. আব্দুল কাদের, সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ জুডো ফেডারেশন ৷
২. ফারুক আহম্মেদ সরকার, প্রশিক্ষক, জাতীয় ক্রীড়া পরিষদ ৷

৪. আন্তর্জাতিক এবং এশিয়ান কমনওয়েলথ ফেডারেশনে কংগ্রেস সভায় উপস্থিত থাকার জন্য প্রতি বছর ফেডারেশন থেকে দুই জন প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয় ৷ আমি যেহেতু এশিয়ান ভারোত্তোলন ফেডারেশন, কমনওয়েলথ এবং আন্তর্জাতিক ভারোত্তোলন ফেডারেশনের নির্বাচিত বোর্ড মেম্বার এ কারণে আমাকে গত ৪১ বছর যাবত্‍ সকল আন্তর্জাতিক কংগ্রেসে ও বোর্ড মিটিংয়ে অংশ নিতে হয় ৷ আমার নিজের খরচে এসব জরুরী সভায় যোগ দিয়েছি ৷ কোন সরকারী বা ফেডারেশনের টাকায় আমি কোন কংগ্রেসে অংশ নেয়নি ৷ বার্ষিক অডিট যার প্রমাণ ৷ কিন্তু সভাপতি নিজের টাকায় কংগ্রেসে যাবেন না ৷ তাকে নিয়ে যেতে হবে ৷ তিনি আমাকে প্রায় ভয় দেখিয়ে বলেন তাকে খুশি করতে না পারলে ফেডারেশনে থাকতে পারবো না ৷ তিনি সরকারী দলের লোক ইত্যাদি ৷

এই ঘটনার প্রমাণ :
১. মজিবুর রহমান, সদস্য, বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশন ৷
২. ফারুক আহম্মেদ সরকার, প্রশিক্ষক, জাতীয় ক্রীড়া পরিষদ ৷

৫. গত ছয় বছরে সভাপতি মুঞ্জর কাদের কোরাইশী এমপি থাকা অবস্থায় ফেডারেশনের কোন মিটিংয়ে অংশ নেননি ব্যস্ততার অজুহাতে ৷ বর্তমানে তিনি এমপি নন ৷ ফলে মাঝে মাঝে তিনি ফেডারেশনে আসতেন দুই তিনজন তার দলীয় লোক সাথে করে ৷ তাদের দুপুরের খাবারের বিল আমাকে দিতে হতো ৷ অনেক সময় তিনি বিভিন্ন খেলোয়াড় এর কাছে সিগারেট খাওয়ার জন্য ১০ টাকা পর্যন্ত চেয়ে নিতেন ৷

এই ঘটনার স্বাক্ষী :
১. ফারুক আহম্মেদ সরকার, প্রশিক্ষক, জাতীয় ক্রীড়া পরিষদ ৷
২. বিদ্যুত্‍ কুমার রায়, জাতীয় ভারোত্তোলক ৷

৬. গৌহাটি ও শিলং এ অনুষ্ঠিত ১২তম এসএ গেমসে মাবিয়া আক্তার সিমান্তের খেলার সময় তিনি বাংলাদেশ দলের শেফ দ্য মিশন আশিকুর রহমান মিকু সাহেবর গাড়ী নিয়ে শপিংয়ে যান ৷ সিমান্তর স্বর্ণ জয়ের খবর তিনি শপিং থেকে এসে শোনেন৷ কোথায় ছিলেন জানতে চাইলে তিনি খেলোয়াড়দের বাথ রুমের জন্য হোটেলে গিয়েছিলেন বলে অজুহাত দেখায় ৷ উল্লেখ্য যে খেলার ভেন্যু থেকে ১৩কিঃমিঃ দুরে অবস্থিত ৷ ভেনুতেই ভিআইপি বাথ রুম ছিলো ৷ পরে জানা যায় তিনি মিথ্যা বলেছেন ৷ তার অনুপস্থিতে সিমান্তের স্বর্ণ পদক জয়ের ঐ ইভেন্টের পুরস্কার বিতরণ করেন আশিকুর রহমান মিকু ও সংগে ছিলেন উইং কমান্ডার (অব.) মহিউদ্দিন আহমেদ ৷

এই ঘটনার স্বাক্ষী :
১. আশিকুর রহমান মিকু, শেফ দ্য মিশন এসএ গেমস-২০১৬ বাংলাদেশ দল
২. বাংলাদেশ দলের সকল খেলোয়াড় ও কর্মকর্তা ৷

৭. গত ২০১৫ সালে সেপ্টেম্বরে থাইল্যান্ডে অনুষ্ঠিত এশিয়ান চ্যাম্পিয়নশীপে অংশ নেয় বাংলাদেশ ভারোত্তোলন দল ৷ থাইল্যান্ডে থাকাকালীণ সময়ে সভাপতি মহিলা রেফারী ফিরোজা পারভীন এর সংগে অশোভন এবং অনৈতিক আচরণ করেন ৷ ফলশ্রুতিতে ফিরোজা ও আরো দুজন মহিলা খেলোয়াড় সভাপতির রুমে গিয়ে এই ধরনের আচরণ না করার জন্য অনুরোধ করেন ৷
পরবর্তীতে হোটেলের লবিতে এসে সভাপতি আমাকে জানান যে, মহিলা খেলোয়াড়রা তার সাথে রুমে বিয়াদবি করেছে বলে নালিশ করেন ৷ আমি ফিরোজার কাছে জানতে চায়লে, ফিরোজা বলেন, সভাপতি গত তিনদিন যাবত্‍ মাঝ রাতে হোটেল রুমের দরজা নক করেন ৷ তিনি আমার খোজ করেন এবং আমাকে বলেন তার গায়ে ব্যাথা ৷ আমাকে দয়া করে বিদেশে এনেছে, যেন পাত্তা দেই ৷ এক পর্যায়ে আমার এবং মকবুলের সামনে বেয়াদব বললে ফিরোজা ক্ষিপ্ত হয়ে বলে যে, এই মিয়া আপনেরে থাপরাইছি না জুতা মারছি ? আপনে আমারে বেয়াদব কন ?

এই ঘটনার বিস্তারিত জানা যাবে :
১. ফিরোজা পারভীন , রেফারি ও ভারোত্তোলন খেলোয়াড় ৷
২. রোকেয়া সুলতানা সাথী (১২তম এসএ গেমসে রৌপ্য পদক প্রাপ্ত ভারোত্তোলক)

৮. এরপর ঢাকায় এসে ১২তম এসএ গেমসের ক্যাম্পে ফিরোজাকে না রাখার জন্য আমাকে বলেন সভাপতি ৷ আমি রাজি হয়নি ৷ তখন তিনি বলেন, আপনি আমার কোন কথাই শোনেন না ৷ আপনি কিভাবে ফেডারেশনের সাধারণ সম্পাদক থাকেন আমি দেখে নিবো ৷ উল্লেখ্য, ফিরোজা গত ১২তম এসএ গেমসে ব্রোঞ্জ পদক অর্জন করে ৷

এই ঘটনার স্বাক্ষী :
১. ফারুক আহমেদ সরকার, দলের প্রশিক্ষক
২. শাহরিয়ার সুলতানা সূচি, মহিলা দলের কোচ
৩. বিদ্যুত্‍ কুমার রায়, প্রশিক্ষক (জাতীয় পুরস্কার প্রাপ্ত)
৪. মজিবুর রহমান, ক্যাম্প কমান্ডার

৯. এছাড়াও তিনি দেশে বিদেশে বিভিন্ন সময়ে আমার কাছ থেকে অনেক অর্থ ধার হিসেবে নেন ৷ তা আজও পরিশোধ করেননি ৷

এই ঘটনার স্বাক্ষী :
১. মকবুল আহমেদ খান, বর্তমান সদস্য
২. ফারুক আহমেদ সরকার, দলের প্রশিক্ষক
৩. বিদ্যুত্‍ কুমার রায়, প্রশিক্ষক (জাতীয় পুরস্কার প্রাপ্ত)
৪ .আরো অনেকে ৷
উইং কমান্ডার মহিউদ্দিন আহমেদ (অব.)
সাবেক সাধারণ সম্পাদক
বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশন (১৯৭৬-২০১৬) ৪০বছর

সাবেক পরিচালক জাতীয় ক্রীড়া পরিষদ (১৯৯২-১৯৯৬) ৪বছর





খেলা এর আরও খবর

ঈশ্বরগঞ্জে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঈশ্বরগঞ্জে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
মিরসরাইয়ে গোল্ডকাপ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন মিরসরাইয়ে গোল্ডকাপ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন
চুয়েটে শিমুল স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন পরিবেশ অনুষদ চুয়েটে শিমুল স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন পরিবেশ অনুষদ
রাঙামাটি জোন এর ব্যবস্থাপনায় রাঙামাটিতে প্রীতি ফুটবল ম্যাচ রাঙামাটি জোন এর ব্যবস্থাপনায় রাঙামাটিতে প্রীতি ফুটবল ম্যাচ
মাটিরাঙ্গায় প্রীতি ফুটবল ম্যাচে স্বাগতিককে হারিয়ে ৩-২ গোলে বগুড়ার জয় মাটিরাঙ্গায় প্রীতি ফুটবল ম্যাচে স্বাগতিককে হারিয়ে ৩-২ গোলে বগুড়ার জয়
খাগড়াছড়ি রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন খাগড়াছড়ি রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
চুয়েটে শিমুল স্মৃতি আন্তঃঅনুষদ ফুটবল টুর্নামেন্ট শুরু চুয়েটে শিমুল স্মৃতি আন্তঃঅনুষদ ফুটবল টুর্নামেন্ট শুরু
সাফ মহিলা চ্যাম্পিয়নশীপ বিজয়ী জাতীয় ফুটবল দলের পাহাড়ি কৃতি ফুটবলারদের সংবর্ধনা সাফ মহিলা চ্যাম্পিয়নশীপ বিজয়ী জাতীয় ফুটবল দলের পাহাড়ি কৃতি ফুটবলারদের সংবর্ধনা
পার্বতীপুরে সিয়াম ফুটবল গোল্ডকাপ ফাইনাল খেলা অনুষ্ঠিত পার্বতীপুরে সিয়াম ফুটবল গোল্ডকাপ ফাইনাল খেলা অনুষ্ঠিত
পার্বতীপুরে ইয়ূথ ক্লাব ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে খেলা পার্বতীপুরে ইয়ূথ ক্লাব ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে খেলা

আর্কাইভ