সোমবার ● ১৩ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরের মেয়র মান্নানের বিরুদ্ধে দুদকের মামলা
গাজীপুরের মেয়র মান্নানের বিরুদ্ধে দুদকের মামলা
গাজীপুর জেলা প্রতিনিধি :: (৩০ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১০.১৩মিঃ) গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বরখাস্তকৃত মেয়র অধ্যাপক এমএ মান্নানের বিরুদ্ধে জয়দেবপুর থানায় মামলা দায়ের করেছেন দুদক৷
১৩ জুন সোমবার সকালে দুদকের উপ-পরিচালক মোঃ সামছুল আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেন৷
মামলায় সিটি করপোরেশনের হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ গোলাম কিবরিয়াকেও আসামি করা হয়েছে৷
জানা গেছে, দণ্ডবিধির ৪০৯ / ৪৬৭ / ৪৬৮ / ৪৭১ / ১০৯ সহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে৷
এজাহার সূত্রে জানা গেছে, অধ্যাপক এমএ মান্নান গাজীপুর সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্বে থাকা অবস্থায় ২০১৩ সালের ১৮ আগস্ট থেকে ২০১৫ সালের ২ ফেব্রম্নয়ারি পর্যন্ত গাজীপুর সিটি করপোরেশনের ত্রাণ ও দরিদ্র তহবিলের মোট ১ কোটি ৩ লাখ ৮ হাজার ১৩২ টাকা আয় করেন৷ এর মধ্যে ৯০ লাখ ৪৭ হাজার ৮৪৬ টাকা ব্যয় দেখানো হয়েছে৷
ত্রাণ ও দরিদ্র তহবিলের আয়সমূহ কোনো ব্যাংক হিসাবে না রেখে নিয়ম বহির্ভূতভাবে ক্যাশ ইন হ্যান্ড হিসেবে হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ গোলাম কিবরিয়ার কাছে সংরক্ষিত রাখেন এবং টাকা গ্রহীতার স্বাক্ষরিত/অস্বাক্ষরিত ভাউচারের অনুকূলে তার মাধ্যমে ব্যয় দেখানো হয়েছে৷
দুর্নীতি দমন কমিশন মামলাটি তদন্ত করবে৷ এর আগে গত বৃহস্পতিবার এ মামলায় দুর্নীতি দমন কমিশন অনুমোদন প্রদান করেন৷
গাজীপুর পুলিশ সুপার মোঃ হারুন অর রশিদ মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, প্রায় ৪৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুদকের দায়ের করা মামলাটি গ্রহণ করা হয়েছে৷ পরবর্তী আইনগত দিক দেখা হচ্ছে৷