মঙ্গলবার ● ১৪ জুন ২০১৬
প্রথম পাতা » খুলনা বিভাগ » নাজমা খাতুনের উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব গ্রহন
নাজমা খাতুনের উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব গ্রহন
ঝিনাইদহ প্রতিনিধি :: (৩১ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১০.২০মিঃ) ঝিনাইদহের কোটচাঁদপুরের মহিলা ভাইস চেয়ারম্যান ও আন্তর্জাতিক নারী সম্মাননা পদক প্রাপ্ত নারী নেত্রী মোছা নাজমা খাতুন কোটচাঁদপুর উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন৷ ২৫ মে সমাজ সেবায় অবদান রাখা এই নারী চেয়ারম্যানের দায়িত্ব গ্রহন করেন৷ তাকে মন্ত্রানালয় থেকে আর্থিক ক্ষমতা দেওয়া হয় ১২ জুন৷
উল্লেখ্য কোটচাঁদপুর উপজেলা চেয়ারম্যান একাধিক মামলার পলাতক আসামী মুহাম্মদ তাজুল ইসলামকে সাময়িক ভাবে বরখাস্ত করে চিঠি দেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ণ ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব লুত্ফুন নাহার৷
গত ১৯ মে তারিখে পাঠানো এক প্রজ্ঞাপনে তাকে সায়িকভাবে বরখাস্ত করার আদেশ জারী করেন৷ প্রজ্ঞাপনে বলা হয় কোটচাঁদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ তাজুল ইসলামের নামে দায়েরকৃত ৩টি মামলার অভিযোগপত্র আদালত কর্তৃক গৃহীত হয়৷ আদালতে অভিযোগপত্র গৃহীত হওয়ায় তার দ্বারা উপজেলা পরিষদের ক্ষমতা প্রয়োগ জনস্বার্থের পরিপন্থি মর্মে সরকার মনে করে৷
এদিকে কোটচাঁদপুরের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা নাজমা খাতুনকে উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব দেওয়ায় এলাকার মানুষ অভিনন্দন জানিয়েছেন৷ প্রতিদিন দুর দুরান্ত থেকে তার বাড়িতে সাধরণ মানুষ ছুৃটে আসছেন সৌজন্য সাক্ষাতের জন্য৷
তবে নাজমা খাতুন মানুষের কষ্ট করার সে সুযোগ না দিয়ে তিনি নিজেই গ্রাম থেকে গ্রামান্তরে বেড়াচ্ছেন৷ সুবিধা বঞ্চিত মানুষ তাকে কাছে পেয়ে কৃতজ্ঞতা জানাচ্ছেন৷ এদিকে উপজেলা পরিষদের কর্মচারীরা তাকে স্বাগত জানাতে প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে৷