বৃহস্পতিবার ● ১৬ জুন ২০১৬
প্রথম পাতা » বিবিধ » বান্দরবানে জেলায় সড়ক ও নৌ পথ অবরোধ চলছে
বান্দরবানে জেলায় সড়ক ও নৌ পথ অবরোধ চলছে
বান্দরবান প্রতিনিধি :: (২ আষাঢ় ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৪০মিঃ) আ’লীগ নেতা মংপু মারমা অপহরনের প্রতিবাদে ও মুক্তির দাবীতে অনির্দিষ্টকালের সড়ক ও নৌপথ অবরোধ চলছে। এ অবরোধের দ্বিতীয় দিন ১৬ জুন বৃহস্পতিবার।
১৫ জুন বুধবার সকাল ছয়টা থেকে বিকাল ছয়টা পর্যন্ত জেলা ব্যাপী এ কর্মসূচী পালন করা হয়েছে। শহরের বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন রয়েছে। সড়ক ও নৌ পথের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পিকেটিং করছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
জনদুরভোগের কথা চিন্তা করে জেলার নাইক্ষ্যংছড়ি, আলীকদম ও লামা উপজেলায় ডাকা অবরোধ প্রত্যাহার করা হয়। তবে অপর চার উপজেলা বান্দরবান সদর, রোয়াংছড়ি, রুমা ও থানচিতে অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এঘটনায় পুলিশ বান্দরবান সদর উপজেলার পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) এর যুগ্ম সাধারণ সম্পাদক উচসিং মারমাকে মঙ্গলবার রাতে উজানী পাড়া থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে অপহৃত মংপু মারমা’র জামাতা হ্লামংসিং মারমা বাদী হয়ে ৩৮জন পিসিজেএসএস নেতাকর্মীর বিরুদ্ধে বান্দরবান সদর থানায় অপহরণের মামলা দায়ের করেন।
উল্লেখ্য, গত সোমবার গভীর রাতে বান্দরবান সদর উপজেলার আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মংপু মারমাকে জামছড়ি মুখ পাড়ায় ইউপি’র মহিলা সদস্য ক্রানুপ্রু মারমা বাড়ি থেকে অস্ত্রের মুখে অপহরণ করে ১০জনের একটি অস্ত্রধারী দল।