শুক্রবার ● ১৭ জুন ২০১৬
প্রথম পাতা » করোনা আপডেট » সিরাজগঞ্জে দুই মাথা বিশিষ্ট অদ্ভুত শিশু
সিরাজগঞ্জে দুই মাথা বিশিষ্ট অদ্ভুত শিশু
সোহেল রানা,সিরাজগঞ্জ প্রতিনিধি:: (৩ জ্যৈষ্ঠ ১৪২৩বাংলা: বাংলাদেশ সময় রাত ৮.২৪মিঃ) সিরাজগঞ্জের রায়গঞ্জে দুই মাথা, চার হাত, দুটি লিঙ্গ ও তিন পা বিশিষ্ট অদ্ভুত এক শিশু জন্ম গ্রহন করেছে৷ ১৭ জুন শুক্রবার সকালে সলঙ্গার হাটিকুমরুল গোলচত্ত্বর এলাকায় একটি প্রাইভেট ক্লিনিকে জান্নাতি খাতুন (২৫) নামের এক মা শিশুটির জন্ম দেন৷ কিন্তু জন্মের পরই শিশুটি মারা যায়৷ এদিকে, শিশুটির লাশ বাড়িতে নেয়া হলে উত্সুক মানুষ এক নজর অদ্ভুদ শিশুটিকে দেখার জন্য ওই বাড়ীতে ভীড় জমায়৷
শিশুটির বাবা রায়গঞ্জের হাট পাঙ্গাসী গ্রামের আজিজুল হক জানায়, সন্তান গর্ভে আসার পর থেকেই স্ত্রী জান্নাতি তার বাবার বাড়ি সলঙ্গা থানার ধুবিল তালতলা গ্রামে থাকতেন৷ বৃহস্পতিবার রাতে প্রসবজনিত বেদনা উঠলে শুক্রবার ভোরে মুমুর্ষ অবস্থায় সলঙ্গা থানার হাটিকুমরুল গোলত্ত্বর এলাকার একটি ক্লিনিকে নিয়ে আসা হয়৷ এসময় নার্সদের সহায়তায় দুই মাথা, চার হাত, দুটি লিঙ্গ ও তিন পা বিশিষ্ট শিশুটি জন্মগ্রহন করে৷
হাসপাতালের পরিচালক আরিফুল ইসলাম তালুকদার ও বাহাজ উদ্দিন জানান, শিশু সন্তানটি জন্মগ্রহনের পরপরই মারা যায়৷ তবে শিশুটির মা জান্নাতি সুস্থ রয়েছে৷