শুক্রবার ● ১৭ জুন ২০১৬
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাটিরাঙ্গায় ষ্টেডিয়াম নির্মাণের সুযোগ হাতছাড়া
মাটিরাঙ্গায় ষ্টেডিয়াম নির্মাণের সুযোগ হাতছাড়া
মাটিরাঙ্গা প্রতিনিধি :: (৩ আষাঢ় ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৯.০০মিঃ) খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গায় বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রী ড. বীরেন শিকদার এমপি’এর আগমন উপলক্ষে অনেক স্বপ্ন দেখেছিল মাটিরাঙ্গাবাসী ৷ কাংখিত সেই স্বপ্নগুলোর অন্যতম স্বপ্ন হচ্ছে মাটিরাঙ্গায় খেলাধুলার উন্নয়নের জন্য একটি ষ্টেডিয়াম নির্মাণ ৷ কিন্তু মাটিরাঙ্গা বাসীর সেই দীর্ঘদিনের লালিত স্বপ্ন অধরাই থেকে গেল ৷
মাটিরাঙ্গার সচেতন মহল মনে করেন, যার আহবানে সাড়া দিতে যুব ও ক্রীড়া মন্ত্রী আমাদের মাঝে এসেছিল তিনি হলেন আমাদের মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম মশিউর রহমান ৷ তারা মনে করেন, তার সঠিক নিয়মে পরিকল্পনা গ্রহন, যোগ্য নেতৃত্ব ও যথাযথ সমন্বয়ের অভাবে ষ্টেডিয়াম নির্মাণের প্রাপ্তি থেকে আমরা বঞ্চিত হয়েছি ৷ তারা আরও বলেন, ষ্টেডিয়াম নির্মাণের সঠিক নীতিমালা যদি অনুসরণ করা হতো তাহলে মাটিরাঙ্গাবাসী এভাবে আহত মন নিয়ে মাটিরাঙ্গা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে বাড়ী ফিরতে হতো না ৷ ষ্টেডিয়াম নির্মাণ কার্যক্রম সফলের এতটা কাছে এসেও তাদের সেই স্বপ্ন স্বপ্নই রয়ে গেল ৷ অভিজ্ঞরা মনে করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম মশিউর’এর প্রয়োজন ছিল মাটিরাঙ্গার রাজনৈতিক,সামাজিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে বৈঠকের মাধ্যমে একটি প্রসত্মাবিত ষ্টেডিয়ামের জায়গার ব্যবস্থা করা ৷ কোন প্রকার নীতিমালার তোয়াক্কা না করে স্কুলের জন্য বরাদ্ধ কৃত জায়গায় ষ্টেডিয়াম নির্মাণের চেষ্টা কার দেশের প্রচলিত নিয়মাবলীকে বৃদ্দাঙ্গুলী প্রদর্শণ করার সামিল ৷