রবিবার ● ১৯ জুন ২০১৬
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে জঙ্গিবাদ মোকাবেলায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
খাগড়াছড়িতে জঙ্গিবাদ মোকাবেলায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
অন্তর মাহমুদ :: (৫আষাঢ় ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় বেলা ২.০০মিঃ) সারা দেশের ন্যায় পার্বত্য খাগড়াছড়ি জেলাতেও দেশব্যপী চলমান হত্যা,গুম,নৈবাজ্য সৃষ্টি,জঙ্গিবাদের তত্পরতা বন্ধসহ স্বাধীনতা বিরোধী কর্তৃক সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে মানববন্ধন কর্মসুচী পালন করেছে খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা ও সন্তান কমান্ড ৷
১৯ জুন রোববার সকাল সাড়ে ১১টার দিকে খাগড়াছড়ি শাপলা চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধনে অংশ নেয় প্রায় হাজার খানেক মুক্তিযোদ্ধা,মুক্তিযোদ্ধা পরিবার ও মুক্তিযোদ্ধা সন্তান৷ এ সময় তারা সন্ত্রাস বিরোধী বিভিন্ন ব্যানার,পেষ্টুন প্রদর্শন, ১৯৭১ সালের কথা স্মরণ করে দিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের যে কোন ধ্বংসাত্বক কর্মকান্ডকে প্রতিহত করার ঘোষনা দেন৷
খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো; রইচ উদ্দিনের সভাপতিত্বে উক্ত মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন,খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মো: হারুন মিয়া৷ এ ছাড়াও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সহকারী কমান্ডার মো: হানিফ হাওলাদার,জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার হাজী মো: মোস্তফা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাংগঠনিক কমান্ডার ও জেলা আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ সভাপতি এ কে এম মো: হুমায়ুন কবীর,মাটিরাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো: মুনছুর আলী,মাটিরাঙ্গা পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার মো; আবুল হাশেম প্রমুখ বক্তব্য রাখেন৷