মঙ্গলবার ● ২১ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে জুয়াড়িদের হামলায় ৪ টিভি সাংবাদিক আহত
গাজীপুরে জুয়াড়িদের হামলায় ৪ টিভি সাংবাদিক আহত
গাজীপুর জেলা প্রতিনিধি ::(৭ আষাঢ় ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৯.৪৩মিঃ) গাজীপুরে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে জুয়াড়িদের হামলায় ৪টি বেসরকারী টেলিভিশনের ৪জন সাংবাদিক আহত হয়েছেন৷ তাদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর৷
২০ জুন সোমবার সন্ধ্যায় গাজীপুর সদর উপজেলার বাঘেরবাজার এলাকায় এ ঘটনা ঘটে৷
আহত ৪ সাংবাদিক হলেন, মোহনা টেলিভিশনের আতিকুর রহমান আমিন, আর টিভির আজহারুল হক, জিটিভির আব্দুল্লাহ আল মামুন ও একাত্তর টিভির ইকবাল আহমেদ সরকার৷ তাদের মধ্যে ইকবাল সরকার কম আহত হয়েছেন৷
প্রত্যক্ষদর্শীরা আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, গাজীপুরে ভাওয়ালের জঙ্গলে দীর্ঘদিন যাবত্ বেশ কিছু স্পটে অসামাজিক কর্মকান্ড জুয়া ও উলঙ্গ নৃত্য চলে আসছে৷ ঘটনাস্থলে একটি জুয়ার স্পট ছিল৷ ওই সাংবাদিকেরা জুয়ার ছবি তুলতে গেলে জুয়ার লোকজন তাদের মারপিট করে গুরুতর জখম করেন৷ সন্ত্রাসীরা তাদের ক্যামেরা ও অন্যান্য জিনিসপত্রও ছিনিয়ে নেয়৷ এসময় আহতদের ডাক চিত্কারে এলাকাবাসী তাদের উদ্ধার করে গুরুতর আহতাবস্থায় গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল পাঠায়৷ সেখান থেকে উন্নত চিকিত্সার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে৷
হাসপাতালে চিকিত্সাধীন সাংবাদিকেরা আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, পেশাগত কাজ করতে গেলে সন্ত্রাসীরা তাদের উপর চড়াও হয় ও অমানবিক ভাবে মারধর করেন৷ তারা লাঠি ও রড দিয়ে তাদের আঘাত করেন৷ আহতদের মধ্যে আরটিভির আজহার ও মোহনা টিভির আমিনের মাথায় প্রচন্ড আঘাত লেগেছে৷ জিটিভির মামুনের কানে আঘাতের কারণে শ্রবন শক্তি নষ্ট হয়ে গেছে৷
আহত সাংবাদিক মোঃ আজাহারুল হক আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানান, বাঘেরবাজার এলাকায় প্রকাশ্য জুয়া খেলা হয় এমন খবর পেয়ে বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া আমরা কজন সাংবাদিক ঘটনাস্থলে যাই৷ এসময় জুয়া খেলার চিত্র ধারণ করতে থাকলে জুয়াড়ি ও তাদের সহযোগীরা আমাদের উপর অতর্কিতে হামলা চালায়৷ তারা গজারী কাঠের লাঠি, চেয়ার দিয়ে আমাদের বেধড়ক মারধর করতে থাকে৷ এতে তিনি নিজে মাথায়, হাতে, বাম পায়ে ও শরীরের বিভিন্ন অংশ জখম হন৷ এছাড়া মোহনা টিভির গাজীপুর প্রতিনিধি মোঃ আতিকুর রহমান আমিন ও জিটিভির জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুনও মাথায়, হাত-পাসহ শরীরের বিভিন্ন অংশে জখম হয়৷ এ সময় হামলাকারীরা তাদের ক্যামেরা, মোবাইল ফোন সেট ও টাকা পয়সাও ছিনিয়ে নিয়ে যায়৷
এদিকে জুয়াড়িদের হামলায় চার সাংবাদিক আহত হওয়ার খবর পেয়ে রাতে গাজীপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক জামিল আহমেদ, গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ, জেলা আওয়ামীলীগ নেতা অ্যাডভোকেট আমানত হোসেন খানসহ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ হাসপাতালে ছুটে যান৷
এ সময় গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ ঘটনার সঙ্গে জড়িতদের অতিদ্রুত গ্রেফতারের নির্দেশ দেন৷