বুধবার ● ২২ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » কাশিমপুর কারাগার থেকে সাংবাদিক শওকত মাহমুদ জামিনে মুক্ত
কাশিমপুর কারাগার থেকে সাংবাদিক শওকত মাহমুদ জামিনে মুক্ত
গাজীপুর জেলা প্রতিনিধি :: (৮ আষাঢ় ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৯.২৬মিঃ) গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক শওকত মাহমুদ দীর্ঘ ১৩ মাস জেল থেকে জামিনে মুক্তি পেয়েছেন৷
২২ জুন বুধবার বিকেল ৪টা ৩৫ মিনিটের দিকে কাশিমপুর কারাগার-২ থেকে তিনি মুক্তি পান৷
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সুপার প্রশান্ত কুমার বণিক জানান, সাংবাদিক শওকত মাহমুদের জামিনের কাগজপত্র মঙ্গলবার রাতে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২তে পৌছে৷ পরে তা যাচাই-বাছাই শেষে বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়৷ এ সময় তার স্ত্রী ফেরদৌসী মাহমুদ জেলগেটে উপস্থিত ছিলেন৷ তার বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে ৩১ টি মামলা রয়েছে৷
২০১৫ সালের ১৮ আগস্ট রাজধানীর পান্থপথের বসুন্ধরা সিটি এলাকায় রাজনৈতিক একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে গ্রেফতার হয়েছিলেন তিনি৷ গ্রেফতারের পর তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়৷ এরপর একই বছরের ১২ সেপ্টেম্বর সেখান থেকে তাকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২তে স্থানান্তর করা হয়৷
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং ড্যাব-এর মহাসচিব ডাঃ এ জেড এম জাহিদ হোসেন শওকত মাহমুদের মুক্তির খবরটি নিশ্চিত করেছেন৷
স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম ও বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এতথ্য জানিয়েছেন৷
শায়রুল কবির জানান, রাতে খালেদা জিয়ার সঙ্গে দেখা করার কথা রয়েছে শওকত মাহমুদের৷