বুধবার ● ২২ জুন ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » নারীবান্ধব প্রাণ-আরএফএল : কালীগঞ্জে শিশু বিষয়ক প্রতিমন্ত্রী
নারীবান্ধব প্রাণ-আরএফএল : কালীগঞ্জে শিশু বিষয়ক প্রতিমন্ত্রী
গাজীপুর জেলা প্রতিনিধি :: (৮ আষাঢ় ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১০.৫১মিঃ) মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি বলেছেন, শুধু গার্মেন্টস সেক্টরে ৪০ লাখ নারী নয়, এর বাহিরেও দেশে প্রচুর নারী শ্রমিক কাজ করছেন৷ এসময় তিনি প্রাণ-আরএফএল ইন্ডাস্ট্রিয়াল পার্কে নারীবান্ধব কারখানা বলে আখ্যা দেন৷
২১ জুন মঙ্গলবার বিকেলে পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশের অন্যতম শিল্পগোষ্ঠী প্রাণ-আরএফএল গ্রম্নপের উদ্যোগে গাজীপুরের কালীগঞ্জে মূলগাঁও ইন্ডাস্ট্রিয়াল পার্কে আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি৷
প্রতিমন্ত্রী বলেন, শুধু গার্মেন্টস সেক্টরে ৪০ লাখ নারী নয়, এর বাহিরেও দেশের প্রচুর নারী শ্রমিক কাজ করছেন৷ যারা নতুন নতুন ইন্ডাস্ট্রি করছে তারা নারীদের ব্যাপারে সচেতন থাকবেন৷ তাহলে আপনারাও ভালো ফল পাবেন৷
তিনি আরো বলেন, বর্তমান সরকার সবসময় নতুন ইন্ডাস্ট্রি করায় ব্যবসায়ীদের উত্সাহিত করছেন৷ গ্যাস-বিদ্যুতের সমস্যা থাকলেও তা সমাধানে নিজ উদ্যোগে কাজ করে যাচ্ছেন৷
প্রতিমন্ত্রী প্রাণ-আরএফএল ইন্ডাস্ট্রিতে নারী শ্রমিকদের জন্য যাতায়াত ও ডরমিটরির ব্যবস্থা এবং কারখানার ভিতরে নারীবান্ধব পরিবেশ সৃষ্টি করায় গ্রম্নপকে ধন্যবাদ জানান৷
আরএফএলের পরিচালক আর.এন.পলের সভাপতিত্বে ও জেনারেল ম্যানেজার (প্রশাসন) শামসুল আলম মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে এ সময় আরো বক্তব্য দেন, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান, প্রাণের পরিচালক ইলিয়াছ মৃধা৷
অন্যদের মাঝে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট আশরাফী মেহেদী হাসান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলম দেওয়ান, প্রাণ-আরএফলের ব্যবস্থাপক (প্রশাসন) মোঃ সাইদুর রহমান সাঈদ, কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি আশরাফুল আলম আইয়ুব, সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমানসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা ও প্রাণ-আরএফএলের কর্মকর্তারা৷