বুধবার ● ২২ জুন ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে ‘রামপাশা ইউনিয়ন’কে বাল্যবিবাহ মুক্ত ইউনিয়ন ঘোষণা
বিশ্বনাথে ‘রামপাশা ইউনিয়ন’কে বাল্যবিবাহ মুক্ত ইউনিয়ন ঘোষণা
বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি :: (৮ আষাঢ় ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১১.০৮মিঃ) সিলেটের বিশ্বনাথে প্রথম ইউনিয়ন হিসেবে আনুষ্ঠানিকভাবে উপজেলার রামপাশা ইউনিয়ন’কে বাল্যবিবাহ মুক্ত ইউনিয়ন ঘোষণা করা হয়েছে৷ ২২ জুন বুধবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাশহুদুল কবীর এই ঘোষণা প্রদান করেন৷ প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাল্যবিবাহ আমাদের সমাজের জন্য একটি অভিশাপ৷ তাই সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্ঠায় সমাজ থেকে ওই অভিশাপকে জাদুঘরে পাঠাতে হবে৷ তিনি আরোও বলেন, সমাজ থেকে বাল্যবিবাহ দূর করতে পারলে দেশ থেকে মা ও শিশু মুতু্যর হার অনেকটাই কমে যাবে৷
রামাপাশা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আনোয়ার খা’র সভাপতিত্বে ও জেলা ছাত্রলীগের সহ সভাপতি সুহেল আহমদ মুন্না’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল হক, উত্তর বিশ্বনাথ আজমদ উলস্নাহ কলেজের অধ্যৰ নেছার আহমদ, বিশ্বনাথ থানার উপ-পরিদর্শক (এসআই) ছাইফুল ইসলাম৷ সভার শুরম্নতে কোরআন তেলাওয়াত করেন হাফিজ আবদুল কাইয়ুম ও স্বাগত বক্তব্য রাখেন রামপাশা ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর৷
সভায় উপস্থিত ছিলেন বিশ্বনাথ কেন্দ্রীয় সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম খান ও রামাপাশা ইউনিয়নের কাজী মুহাম্মদ জামাল উদ্দিন প্রমুখ।