রবিবার ● ২৬ জুন ২০১৬
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে রমজান উপলক্ষে অস্বচ্ছল পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন
ঝিনাইদহে রমজান উপলক্ষে অস্বচ্ছল পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন
ঝিনাইদহ প্রতিনিধি :: ২০ জুন শনিবার সকালে ঝিনাইদহ সরকারী উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে জাহেদী ফাউন্ডেশনের উদ্দোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে অস্বচ্ছল পরিবারের মাঝে বিনামুল্যে ৫ হাজার ব্যাক্তির মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে৷ তবিবুর রহমান লাবু এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল৷
স্ব-স্ব স্থানীয় জনপ্রতিনিধি, সমাজ সেবক ও গন্যমান্য ব্যাক্তিদের ( অরাজনৈতিক ব্যক্তিদের ) মাধ্যমে আগে থেকেই বিভিন্ন গ্রাম ও মহলায় প্রকৃত গরীবদের তলিকা তৈরি করে তাদের মাঝে কার্ড বিতরন করা হয়৷ প্রতিটা কার্ডে ১০ কেজি চাল, এক কেজি ডাল ও এক কেজি করে সয়াবিন তেল বিতরণ করা হচ্ছে৷ ঝিনাইদহে এবছর ৭০ হাজার অস্বচ্ছল পরিবারের মাঝে বিনামুল্যে খাদ্য সামগ্রী বিতরন করবেন৷
প্রধান অতিথি বিশিষ্ট সমাজ সেবক কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল ৫ হাজার কার্ড ধারী অস্বচ্ছল পরিবারের মাঝে বিনামুল্যে খাদ্য সামগ্রী বিতরন করেন৷