রবিবার ● ২৬ জুন ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » কাশিমপুর কারাগার পরিদর্শন করেছেন প্রধান বিচারপতি
কাশিমপুর কারাগার পরিদর্শন করেছেন প্রধান বিচারপতি
মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর জেলা প্রতিনিধি :: (১২ আষাঢ় ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৮.৫৪মিঃ) গাজীপুরের কাশিমপুর কারাগার পরিদর্শন করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা৷
২৬ জুন রবিবার সকালে গাজীপুরের কাশিমপুর কারাগার পরিদর্শন করেন তিনি৷
পরিদর্শনকালে তিনি বলেন, একজন বিচারপতিকে বিচার করতে অনেক কিছু বিবেচনা করতে হয়৷ আমাদের জেল কোড অনেক পুরাতন৷ এটা নিয়ে ব্রিটিশ আমলে অনেক জগাখিঁচুড়ি হয়েছে৷ যাবজ্জীবন কারাদণ্ড নিয়ে এক ধরনের বিভ্রান্তি রয়েছে৷ এটা নিয়ে অপব্যাখ্যাও রয়েছে৷ যাবজ্জীবন অর্থই হলো যাবজ্জীবন৷
সুরেন্দ্র কুমার সিনহা আরও বলেন, বঙ্গবন্ধু হত্যা, জেল হত্যা, যুদ্ধাপরাধীসহ অনেক মামলার রায় আমি দিয়েছি৷ বঙ্গবন্ধু হত্যা মামলায় কিছু ত্রম্নটি ছিলো৷ সেগুলো আমি সংশোধন করতে পেরেছি৷ জেল হত্যা মামলা দুঃখজনক হলেও সত্যি, আমি একাই ডিসেনটিং রায় দিয়েছিলাম৷ সেখানে ষড়যন্ত্র ছিলো, প্রমাণিত হলো৷ ষড়যন্ত্রের জন্য তাদের শাস্তি হলো না, আমি স্তম্ভিত হলাম৷ পরিকল্পিতভাবে হত্যার জন্য যারা পরিকল্পনা করেছে তাদের প্রত্যেকের শাস্তি হওয়া উচিত৷
প্রধান বিচারপতি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর অভ্যন্তরে কারা লাইব্রেরি, পাওয়ার লুম সেকশন, কারাবন্দি পুনর্বাসন স্কুল, কারা বেকারি, প্রশিক্ষণ কক্ষ, আসবাবপত্র তৈরি স্কুল, কারা ডিজিটাল প্রিন্টিং প্রেস, গার্মেন্ট প্রশিক্ষণ কেন্দ্র, দর্জি প্রশিক্ষণ, সূচি শিক্ষা, হস্তশিল্প, রন্ধনশালা এবং ২০০ শয্যা বিশিষ্ট্য কারা হাসপাতালসহ বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন এবং বন্দিদের সঙ্গে কথা বলেন৷
এসময় তার সঙ্গে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখারুজ্জামান, গাজীপুরের জেলা প্রশাসক এসএম আলম, পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হারুন অর রশীদ, হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. মিজানুর রহমান, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর সিনিয়র জেলসুপার সুব্রত কুমার বালা, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেলসুপার প্রশান্ত কুমার বনিকসহ কারাগারের ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন৷
এরআগে প্রধান বিচারপতি সকাল সোয়া ৯টার দিকে কারাগারে এসে পৌঁছালে তাকে গার্ড অব অনার দেওয়া হয়৷ পরে কারা অফিস কক্ষে কারাগারের উপর নির্মিত দুটি প্রামান্য চিত্র প্রদর্শন করা হয়৷