রবিবার ● ২৬ জুন ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » নিরাপরাধ দেশবাসীর বুকে বুলেট চালাবেন না : শফিউল আলম প্রধান
নিরাপরাধ দেশবাসীর বুকে বুলেট চালাবেন না : শফিউল আলম প্রধান
সিলেট প্রতিনিধি :: (১২ আষাঢ় ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৯.০২মিঃ) ২০ দলীয় জোট নেতা ও জাগপা সভাপতি শফিউল আলম প্রধান বলেছেন, দেশে বুলেট ট্রেন চালাবেন ভাল কথা তবে নিরাপরাধ দেশবাসীর বুকে বুলেট চালানো বন্ধ করুন৷ পুলিশের এসপির স্ত্রী মিতু হত্যাকে কেন্দ্র করে দেশ জুড়ে জঙ্গি জজবা তোলা হল৷ সাড়াশী অভিযানে ২০ হাজার আদম সন্তানকে জিন্দান খানায় পাঠানো হলো, ২ হাজার পঙ্গু হলেন এবং অর্ধশত মানুষের বুক ঝাঝরা করে দেওয়া হলো৷ এখন মিতু হত্যার রহস্যের জট খোলা শুরু হয়েছে৷ এর কোথাও বিএনপি, জামায়াত ২০ দল নাই৷ দেশবাসীর জিজ্ঞাসা তাহলে জঙ্গি দমনের নামে এই নির্মম জুলুম চালানো হল কেন?
প্রধান আরো বলেন, গদির লোভে ভারতের ইশারায় সোনার বাংলাকে শশ্মান বানাবেন না৷ ওলি আউলিয়ার এই দেশে হযরত শাহজালালরা হাতে শুধু তসবিহ নিয়ে আসেন নাই, ইনসাফ ও সত্য প্রতিষ্ঠায় তরবারীও তুলে নিয়েছেন৷ দিল্লী ও পঞ্চম বাহিনীর মনে রাখা ভাল, এ জাতি শেষ পর্যন্ত লড়বে কিন্তু গোলামীর জিন্দেগী মেনে নিবে না৷ হযরত শাহজালাল এর পুণ্যভূমিতে দাঁড়িয়ে বলছি মহান শহীদদের প্রতি ফোটা রক্তের জবাব দখলদার সরকারকে দিতে হবে৷
তিনি আজ ২৬ জুন রবিবার বিকেলে সিলেট নগরীর ধোপাদিঘীর পূর্ব পারস্থ ইউনাইটেড সেন্টারে নগর জাগপা আয়োজিত ইফতার পূব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন৷
পূর্বাহ্নে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মাসিক মদিনা সম্পাদক হযরত মাওলানা মহিউদ্দিন খানের রূহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়৷ এ সময় মাহফিল জুড়ে এক শোকের আবহাওয়া নেমে আসে৷
মহানগর জাগপার সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান আহমদ লিটনের সভাপতিত্বে ও সাইফুর রহমানের পরিচালনায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুত্ফুর রহমান৷ বক্তব্য রাখেন নগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, নগর জামায়াতের আমীর এহসানুল মাহবুব জুবায়ের, লেবার পার্টির সভাপতি মাহবুবুর রহমান খালেদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমেদ চৌধুরী, জেলা জাগপা নেতা শ্রী দীপক দত্ত দীপু, আমিনুর রহমান লিটন, পিয়ার হোসেন, মাহিন আহমেদ মাহিন, শাহজাহান আহমেদ সাজু, আমিনুল ইসলাম বকুল, যুব নেতা রেজাউল করিম ও ছাত্রনেতা সেলিম আহমেদ চৌধুরী প্রমুখ৷
প্রধান বক্তার বক্তব্যে জাগপা সাধারণ সম্পাদক খন্দকার লুত্ফুর রহমান বলেন, জাতীয় প্রেসক্লাবে বিএফইউজে ও ডিইউজের আজকের ইফতার মাহফিলের অনুমতি না দেওয়ায় কঠোর নিন্দা করে বলেছেন, প্রেসক্লাবের ইতিহাসে এক নজিরবিহীন নিন্দনীয় ঘটনা৷