রবিবার ● ২৬ জুন ২০১৬
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে ইক্ষু ও সাথী ফসল আবাদের গুরুত্ব সম্ভাবনা শীর্ষক কর্মশালা
খাগড়াছড়িতে ইক্ষু ও সাথী ফসল আবাদের গুরুত্ব সম্ভাবনা শীর্ষক কর্মশালা
খাগড়াছড়ি প্রতিনিধি :: (১২ আষাঢ় ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৯.৩৪মিঃ) পার্বত্য চট্টগ্রামে আর্থ-সামাজিক উন্নয়নে ইক্ষু ও সাথী ফসল আবাদের গুরুত্ব ও সম্ভাবনা শীর্ষক কর্মশালা খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে ৷ ২৬ জুন রবিবার সকালে টং রেষ্টুরেন্ট এন্ড কনভেশন সেন্টারে বাংলাদেশ সুগারক্রপ গবেষনা ইনষ্টিটিউট খাগড়াছড়ি প্রকল্প অফিস এ আয়োজন করে৷ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী৷ পার্বত্য চট্টগ্রাম ইক্ষু চাষ সম্প্রসারনের জন্য পাইলট প্রকল্পের প্রকল্প পরিচালক এবং পরিচালক(গবেষনা) ড. আমজাদ হোসেন সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে সদর উপজেলা চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা, খাগড়াছড়ি কৃষি সম্প্রসারন অধিদপ্তরে উপ-পরিচালক তরুন ভট্টচার্য্য, পাহাড়ী কৃষি গবেষনা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মনোরঞ্জন ধর, খাগড়াছড়ি প্রকল্প অফিসের উর্ধতন কর্মকর্তা বিবাকর চাকমা বক্তব্য রাখেন৷
এসময় কর্মশালায় সকলের উদ্যেশে প্রকল্পের কার্যক্রম আখ সম্প্রসারণ উত্পাদনসহ বিভিন্ বিষয়ে প্রজেক্টও এর মাধ্যমে উপস্থাপনা করা হয়৷ ৯টি উপজেলার হেডম্যান, কার্বারী, কৃষক ও গন্যমান্য ব্যক্তিরা অংশ গ্রহন করে৷ জেলা লক্ষ্মীছড়ি উপজেলা ছাড়া ৫০জনের অধিক আখ চাষীদের মাঝে সচেতনতামূলক এ কর্মশালায় অংশ গ্রহণ করেন৷