রবিবার ● ২৬ জুন ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত
গাজীপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত
গাজীপুর জেলা প্রতিনিধি :: (১২ আষাঢ় ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৯.৪৩মিঃ) গাজীপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে ৷
২৬ জুন রবিবার সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ে (নাট মন্দিরে) জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের আয়োজনে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ৷
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নাছির উলস্নাহ ভুইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ রাহেনুল ইসলাম ৷
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, কাজী আজিম উদ্দিন কলেজের সহযোগী অধ্যাপক মুকুল কুমার মলিস্নক প্রমুখ৷
আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক ব্যবহারে দেশ ও জাতি অনেকটা বিপদগ্রস্থ হয়ে পড়ে৷ মাদক শুধু নিজেকে নয় পুরো পরিবার ও পরে সামগ্রিক দেশের উপর একটি ভয়াবহ অবস্থার সৃষ্টি করে৷ এসময় বক্তারা মাদকের ভয়াবহ ছোবল থেকে মুক্তি পেতে প্রতিটি শিশু থেকে বৃদ্ধকে সচেতন করতে সকলের প্রতি আহবান জানান৷
দিবসটি পালন উপলক্ষে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ করা হয়৷
পরে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়৷ এসময় মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয় ৷