সোমবার ● ২৭ জুন ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » পর্যটন শিল্পের বিকাশে মহাপরিকল্পনা প্রণয়নে রাঙামাটি জেলা পরিষদের সাথে এ আই এন্ড এসোসিয়েটস এর চুক্তি
পর্যটন শিল্পের বিকাশে মহাপরিকল্পনা প্রণয়নে রাঙামাটি জেলা পরিষদের সাথে এ আই এন্ড এসোসিয়েটস এর চুক্তি
ষ্টাফ রিপোর্টার :: (১৩ আষাঢ় ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় বিকাল ৪.৫৮মিঃ) রাঙামাটি পার্বত্য জেলার পর্যটন সুবিধা ও পর্যটকদের বিনোদন বৃদ্ধির লক্ষ্যে মহাপরিকল্পনা প্রণয়নের জন্য রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাথে কনসালটিং ফার্ম এ আই এন্ড এসোসিয়েটস লিঃ এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে৷
সোমবার ২৭জুন সকালে জেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে ৷ রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষে পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা এবং কনসালটিং ফার্ম এ আই এন্ড এসোসিয়েটস লিঃ এর পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মোঃ রেজাউল ইসলাম চুক্তিতে স্বাক্ষর করেন৷
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে চেয়ারম্যান বলেন, রাঙামাটির পর্যটন শিল্পের বিকাশে আগামী তিন বা চার বছরের জন্য একটি মহাপরিকল্পনা প্রণয়ন করা হবে৷ মহাপরিকল্পনায় এ জেলার পর্যটনের বিকাশে এবং পর্যটকদের আকৃষ্ট করার জন্য যা যা করার দরকার সবকিছু করা হবে৷
এ আই এন্ড এসোসিয়েটস লিঃ’র ব্যবস্থাপনা পরিচালক মোঃ রেজাউল ইসলাম বলেন, তার প্রতিষ্ঠানের ঢাকার হাতির ঝিলের কাজ করার অভিজ্ঞতা রয়েছে৷ রাঙামাটি হচ্ছে তিন পার্বত্য জেলার মধ্যে সবচেয়ে সুন্দর ও আকর্ষণীয়৷ এখানে হ্রদের মাঝখানে ছোট ছোট যেসব দ্বীপ রয়েছে সে দ্বীপগুলোকে কাজে লাগানো যাবে৷ এছাড়া পাহাড়, ঝর্না আর এখানকার প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে সব বয়সী মানুষের জন্য নির্মল বিনোদনের ব্যবস্থা নেয়ার জন্য পরিকল্পনা নেয়া হবে৷