সোমবার ● ২৭ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » মির্জাপুর কলেজে মাদকবিরোধী আলোচনা
মির্জাপুর কলেজে মাদকবিরোধী আলোচনা
গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৩ আষাঢ় ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.১১মিঃ) আন্তর্জাতিক মাদক প্রতিরোধ দিবস উপলক্ষে ভাওয়াল মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷
২৭ জুন সোমবার দুপুরে কলেজ মিলনায়তনে আয়োজিত এ সভায় মাদকের ভয়াবহতা নিয়ে আলোচনা করা হয়৷
সভায় বক্তারা বলেন, সিগারেটের গায়ে ‘ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর’ লিখেই ধূমপান বন্ধ করা যাবে না৷ এজন্য সিগারেটের উত্পাদন ও আমদানি বন্ধ করা প্রয়োজন৷
মাদকের আমদানি ও ব্যবহার নিয়ন্ত্রণ করা ছাড়াও এ বিষয়ে আইন আরও কঠোর করার কথাও বলেন তারা৷
সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোঃ মাহমুদুল হক৷
আলোচনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নাছির উল্লাহ ভুঁইয়া, কলেজের সহকারী অধ্যাপক নওজেশ আলী, প্রভাষক আবুল হোসেন, আব্দুল বারী, মাতৃছায়া কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক এসএম একাব্বর হোসেন, গাজীপুর জেলা মাদক বিরোধী ফোরামের সভাপতি এইচ এম শওকত ওসমান সরকার ও গাজীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ খোরশেদ আলম৷
সারাবিশ্বে ২৬ জুন আন্তর্জাতিক মাদক প্রতিরোধ দিবস হিসেবে পালিত হয়৷