সোমবার ● ২৭ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » শৈলকুপা পৌর মেয়রকে আনসারুলস্নাহ বাংলা টিমের হত্যার হুমকী
শৈলকুপা পৌর মেয়রকে আনসারুলস্নাহ বাংলা টিমের হত্যার হুমকী
ঝিনাইদহ জেলা প্রতিনিধি :: (১৩ আষাঢ় ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১০.৪১মিঃ) শৈলকুপা পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি কাজী আশরাফুল আজমকে হত্যার হুমকী দেওয়া হয়েছে৷ ২৬ রবিবার সকাল ৯টার দিকে মোবাইলে আনসারুল্লাহ বাংলাটিমের করাচি প্রধান পরিচয়ে তাকে হত্যা করা হবে বলে হুমকী দেওয়া হয়৷
এ বিষয়ে রবিবার রাত ১০টার দিকে তিনি শৈলকুপা থানায় একটি জিডি করেছেন৷ পৌর মেয়র কাজী আশরাফুল আজম হুমকী পাওয়ার কথা স্বীকার করে বলেন, রবিবার সকাল ৮ থেকে ৯টার মধ্যে একটি বিদেশী নাম্বার থেকে তার কাছে ফোন আসে৷
ফোনের অপর প্রান্ত থেকে আনসারুল্লাহ বাংলা টিমের করাচি প্রধান পরিচয় দিয়ে বলা হয়, “আমরা বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম করবো৷ আপনি আওয়ামীলীগ করেন৷ আপনিও মুসলমান, আমিও মুসলমান৷ আপনিও নামাজ পড়েন, আমিও পড়ি৷ বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র বানাতে চাই৷ আপনি আওয়ামী লীগ করেন৷ পার্টির পক্ষ থেকে আপনার হত্যার আদেশ হয়েছে৷ ডিআইজি অনেক অনেক কথা বলে ঝিনাইদহ ঘুরে গেছেন৷ কেউ আপনাকে রক্ষা করতে পারবে না৷ আমরা আপনার হত্যার সিদ্ধান্ত নিয়েছি৷ প্রতি উত্তরে মেয়র জানান, ভাই মারার মালিক তুমি না, আল্লাহ পাক৷ “ক্ষমতা থাকলে তুমি এসো” এই বলে মেয়র কাজী আশরাফুল আজম ফোন কেটে দেন৷
এ বিষয়ে তিনি রবিবার রাতে তারাবির নামাজের পর শৈলকুপা থানায় একটি জিডি করেছেন৷ মেয়রের আশংকা জঙ্গীরাই হয়তো তাকে হত্যার হুমকী দিয়েছে৷ হুমকীর পর তিনি নিরাপত্তাহীনতায় রয়েছেন বলেও জানান৷
পৌর মেয়রের জিডির কথা স্বীকার করে শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম বলেন, আমরা মেয়রের হুমকীর বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে সর্বক্ষনিক নিরাপত্তার ব্যবস্থা করেছি৷
তিনি বলেন, আমরা অনুসন্ধান করে ট্রাকিংয়ের মাধ্যমে হুমকীদাতাকে সনাক্ত করার চেষ্টা করছি৷ এ ছাড়া ম্যাসেজ দিয়ে পুলিশের উর্ধতন কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়েছে বলেও ওসি তরিকুল জানান৷