মঙ্গলবার ● ২৮ জুন ২০১৬
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাটিরাঙ্গায় মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তানদের ইফতার
মাটিরাঙ্গায় মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তানদের ইফতার
মাটিরাঙ্গা প্রতিনিধি :: মাটিরাঙ্গা পৌর মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে৷ সোমবার সন্ধ্যায় মাটিরাঙ্গা উপজেলা পরিষদ মুক্তমঞ্চে এ ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়৷
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. রইচ উদ্দিন৷ খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাংগঠনিক সম্পাদক ও জেলা আওয়ামী মুক্তিযোদ্ধালীগের সভাপতি একেএম হুমায়ুন কবীর, মাটিরাঙ্গা উপজেলা কমান্ডার মো. মুনছুর আলী, খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক মো. হারুন মিয়া প্রমুখ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন৷ উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা পৌর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. আবুল হাসেম৷
ইফতার মাহফিল পুর্ব আলোচনা সভায় বক্তারা মুক্তিযোদ্দাদের কল্যাণে সরকারের গৃহিত কর্মকান্ডকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চিন্তার বাস্তবায়ন উল্লেখ করে বলেন, মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে সরকার মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি হিসেবে নিজেদের প্রমান করেছে৷ তারা মাঠ পর্যায়ে সরকারের গৃহিত বিভিন্ন কর্মকান্ড জনগনের সামনে তুলে ধরতে মুক্তিযোদ্ধাদের প্রতি আহবান জানিয়ে বলেন, স্বাধীনতা বিরোধী শক্তির সাথে কোন আপোষ করা হবেনা৷
ইফতার মাহফিলে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিএম মশিউর রহমান, সহকারী কমিশনার (ভুমি) রায়হান-উল-হারুন, সহকারী পুলিশ সুপার (রামগড় সার্কেল) মো. হুমায়ুন রশীদ, তাইন্দং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মাটিরাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মো. তাজুল ইসলাম তাজু, মাটিরাঙ্গা উপজেলা যুবলীগের সভাপতি মো. রফিকুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান, নির্বাচিত জনপ্রতিনিধি, অনলাইন গণমাধ্যম কর্মী, এনজিও কর্মী, আলেম-ওলামা এবং সুশীল সমাজের প্রতিনিধিগণ ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন৷
এর আগে শহীদ মুক্তিযোদ্দাদের আত্মার মাগফেরাত কামনায় কোরান খতম, দোয়া মাহফিলের আয়োজন করা হয়৷ ইফতার শুরুর আগে দেশ ও জাতির সম্বৃদ্ধি এবং শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়৷