বুধবার ● ২৯ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » বিশ্বনাথে অপরিকল্পিত একটি গরুর খামার দুষিত হচ্ছে পরিবেশ
বিশ্বনাথে অপরিকল্পিত একটি গরুর খামার দুষিত হচ্ছে পরিবেশ
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: অপরিকল্পিতভাবে একটি গরুর খামার গড়ে উঠায় বিপাকে পড়েছেন বিশ্বনাথের একটি গ্রাম ৷ পরিকল্পিতভাবে খামার না করায় এলাকার পরিবেশ দুষিত হচ্ছে৷ এ ব্যাপারে গতকাল সোমবার উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাশহুদুল কবীর বরাবরে অভিযোগ করেছেন কারিকোনা গ্রামের আকলিছ আলী৷
অভিযোগে প্রকাশ : কারিকোনা গ্রামের মদরিছ আলীর পুত্র ইলিয়াছ আলী প্রবাসীর ভাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছেন৷ সেই সুবাদে ইলিয়াছ আলী প্রায় এক মাস পূর্বে ২০টি গরু নিয়ে গড়ে তুলেন অপরিপল্পিত একটি গরুর খামার৷ খামারের পরিত্যক্ত বর্জ বাড়িতে রেখে মারাত্বকভাবে এলাকার পরিবেশ বিনষ্ট করে আসছেন৷ আকলিছ আলীর চাচাত ভাই যুক্তরাজ্য প্রবাসী ভাইদের জমি বিনষ্ট করে আসছেন ইলিয়াছ আলী৷ যার ফলে বাড়ির নবজাতক শিশুসহ পাশ্ববর্তি বাড়ির অন্যান্য শিশুসহ মারাত্বকভাবে স্বাস্থ্য ঝুঁকির মধ্যে রয়েছেন৷ বিষয়টি গ্রামের পঞ্চায়েত এর কাছে অভিযোগ করলে পঞ্চায়েত উভয় পৰকে নিয়ে বসেন৷ বসত বাড়িতে গরম্নর খামার করায় বৈঠকে ক্ষোভ প্রকাশ করে বলেন, দ্রুত খামারের পরিবেশ সৃষ্টি এবং যৌথ পুকুরে গরু গোসল করার ব্যাপারে নিষেধ করা হয়৷ কিন্তু ইলিয়াস আলী পঞ্চায়েতের কথা অমান্য করে নিজ ও আশপাশ বাড়ির অব্যাহতভাবে পরিবেশ নষ্ট করে যাচ্ছেন৷ আকলিছ আলী সরেজমিনে অভিযোগটি তদন্ত করে গরুর খামার বন্ধ করে পরিবেশ রক্ষা করার জোরদাবী জানিয়েছেন৷