বুধবার ● ২৯ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে জোড়া খুনের ঘটনায় আটক ৫, অস্ত্র উদ্ধার
গাজীপুরে জোড়া খুনের ঘটনায় আটক ৫, অস্ত্র উদ্ধার
গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুরের টঙ্গীর এরশাদনগর এলাকায় তমিজ উদ্দিন শেখের ছেলে ও জোড়া খুনের ঘটনার মূল পরিকল্পনাকারী কামরুজ্জামান কামুসহ (৩০) পাঁচজনকে আটক করেছে র্যাব-১৷আটককৃত অপর চারজন হলেন- দত্তপাড়া এলাকার জালাল হোসেনের ছেলে মোবারক হোসেন (৩২), এরশাদ নগর এলাকার রুস্তম মিয়ার ছেলে মোঃ সাগর (২০), একই এলাকার মোঃ মোস্তফার ছেলে মোঃ নাজমুল (১৮) ও একই এলাকার রহম আলীর ছেলে মোহাম্মদ আলী (২৫)৷
২৭ জুন সোমবার দিবাগত রাতে সাভার থানার ডেন্ডাবর পলাশবাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়৷
র্যাব-১ কোম্পানি কমান্ডার মহিউল ইসলাম আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, তাদের জিজ্ঞাসাবাদ শেষে রাতেই টঙ্গীর এরশাদনগর এলাকা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রামদা ও চাপাতি উদ্ধার করা হয়৷
এর আগে গত ১৪ মে শনিবার দিবাগত রাতে টঙ্গীর এরশাদনগর এলাকায় আলাউদ্দিনের ছেলে শরীফ হোসেন ও একই এলাকার হারুন খানের ছেলে জুম্মন মিয়াকে কুপিয়ে হত্যা করা হয়৷ ১৫ মে রবিবার সকালে লাশ দু’টি উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ৷
নিহত শরীফ হোসেন স্থানীয় শেখ রাসেল শিশু কিশোর পরিষদের ৪৯ নং ওয়ার্ড সভাপতি ছিলেন৷ আর নিহত জুম্মান ছিলেন শরীফের সহযোগী৷ জুম্মান স্থানীয় একটি টুপি কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন৷
রবিবার রাতে নিহত শরিফ হোসেনের মা মোছাঃ ইয়ানুর বেগম বাদী হয়ে কামরুল ইসলামকে প্রধান আসামি করে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১০-১২ জনকে আসামি করে টঙ্গী থানায় মামলা দায়ের করেন৷