বুধবার ● ২৯ জুন ২০১৬
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়ি পৌরসভার একশত ষোল কোটি চোয়াত্তর লক্ষ টাকার বাজেট ঘোষনা
খাগড়াছড়ি পৌরসভার একশত ষোল কোটি চোয়াত্তর লক্ষ টাকার বাজেট ঘোষনা
খাগড়াছড়ি প্রতিনিধি :: (১৫ আষাঢ় ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১১.৩৯মিঃ) খাগড়াছড়ি পৌরসভার মেয়র মো. রফিকুল আলম ২০১৬-২০১৭ সালের অর্থ বছরের জন্য একশত ষোল কেটি চোহাত্তর লক্ষ তেয়াত্তর হাজার ছয়শত একাশি টাকার বাজেট ঘোষনা করেন ৷
২৯ জুন বুধবার দুপুরে পৌর সম্মেলন কক্ষে সকলের উপস্থিতে মেয়র উন্মুক্ত বাজেট ঘোষনা অনুষ্ঠানে এ বাজেট ঘোষনা করেন ৷ বাজেটে সবোচ্চ ব্যায় ধরা হয় অবকাঠামো উন্নয়নে একশত পাঁচ কোটি পচাশি লাখ একান্ন হাজার তিনশত ছয় টাকা ৷ সবোনিম্ন ব্যায় ধরা হয় বিদ্যুত্ খাতে দুই কোটি বায়াত্তর লাখ টাকা ৷
বাজেট অনুষ্ঠানে পৌর সচিব পারভিন আক্তার খন্দকার, নির্বাহী প্রকৌশলী দীলিপ কুমার বিশ্বাস, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবুতাহের মুহাম্মদ সহ সভাপতি মো. জহুরুল আলম, টিআইবির এসিস্টেন্ট ম্যানেজার অনুপসহ সাংবাদিক, কাউন্সিলর, টিএলসিসি’র সদস্য, টিআইবি-সনাক সদস্যরা এসময় উপস্থিত ছিলেন ৷ বাজেট অনুষ্ঠানে পৌর মেয়র চব্বিশ কোটি টাকার চলমান উন্নয়ন কাজের চিত্র তুলে ধরেন৷ তিনি পৌর সভার উন্নয়নে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন ৷