বুধবার ● ১৪ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাঙামাটিতে আরাকান আর্মির শীর্ষ নেতা ডাঃ রেনিন সুয়েকে গ্রেফতার
রাঙামাটিতে আরাকান আর্মির শীর্ষ নেতা ডাঃ রেনিন সুয়েকে গ্রেফতার
রাজস্থলী প্রতিনিধি :: রাজস্থলীর ইসলামপুর আদর্শ নতুন পাড়া এলাকা থেকে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির শীর্ষ নেতা ডাঃ রেনিন সুয়েকে গ্রেফতার করেছে বাংলাদেশের যৌথ বাহিনী।
রাজস্থলী থানার ওসি ওহিদ উল্লাহ সরকার বলেন, মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে ইসলামপুরের একটি নির্মাণাধীন মসজিদে বিজিবির মেজর শাব্বির আহমেদ, মেজর কামাল পাশা এবং তার নেতৃত্বে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ডাঃ রেনিন সুয়ে বর্তমানে রাজস্থলী থানায় রয়েছে।
উল্লেখ্য, গত ২৬ আগস্ট বুধবার রাতে নেদারল্যান্ডসপ্রবাসী আরাকান আর্মির নেতা ডাঃ রেনিন সুয়ের রাজস্থলীর বিলাসবহুল বাসায় সেনা-পুলিশ যৌথ অভিযান চালায়। এ সময় বাড়ির মালিক রেনিন সুয়েকে আটক করা না গেলেও তার সহযোগী অংনু উয়াং রাখাইনকে আটক করা হয়। তার কাছ থেকে তিনটি আরাকান আর্মির পোশাক, আরাকান আর্মির পোশাক তৈরির ৩০ গজ কাপড়, তিনটি ল্যাপটপ ও তিনটি ক্যামেরা পাওয়া গেছে। এ সময় দুটি ঘোড়াও আটক করা হয়।
অংনু ইয়াং রাখাইন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন যে তিনি আরাকান আর্মির সহযোগী। তার বাড়ি আরাকানে। পরে ওই বাড়ির আরো দুই কেয়ারটেকারকে আটক করা হয়।
দীর্ঘদিন পুলিশের চোখ ফাাঁকি দিয়ে চলা মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গ্রুপের নেতা ডাঃ রেনিন সোয়ে অবশেষে আটক হলো।
গত একমাস ধরে হণ্য হয়ে খোঁজা আরাকান আর্মির এই নেতাকে শেষ পর্যন্ত আটক করতে সক্ষম বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র সদস্যরা।
রাজস্থলী থানার ওসি ওহিদুল্লাহ সরকার এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।আটকের সময় তার কাছ থেকে ৫০ টি ৫০০ টাকার নোটের ভারতীয় রুপি, বাংলাদেশ ও নেদারল্যান্ডের পার্সপোট, একটি ল্যাপটপ কম্পিউটার, ২ টি মোবাইল সেট, তিনটি ক্রেডিট কার্ড আর একটি ব্যাগে ব্যবহৃত পোশাক উদ্ধার করা হয়েছে। ডাঃ রেনিন সোয়ে রাজস্থলী থানায় পুলিশের দায়ের করা দুইটি মামলার এজহারভুক্ত আসামী।
উল্লেখ্য, গত ২৫ আগস্ট বান্দরবানের থানচির তিন্দু ও আন্দারমানিক এলাকায় আরাকান আর্মির জন্য ক্রয়কৃত দুই দফায় ১৩টি ঘোড়া আটক করে বিজিবি। এ ঘটনার জের ধরে ২৭ আগস্ট সকালে বড় মদকের দোলিয়ান পাড়া বিজিবি ক্যাম্পে মিয়ানমারের আরাকান আর্মি (এ, এ) সদস্যরা হামলা চালায়। এতে জাকির হোসেন ও আহম্মদ গনি আহত হন। বিজিবির সদস্যরাও পাল্টা গুলি এবং মর্টারশেল ছোঁড়েন। বিমান বাহিনীর ৫টি হেলিকপ্টার ও জঙ্গী বিমান এ হামলায় ব্যবহৃত হয়। পরে সেনাবাহিনী ও বিজিবির তীব্র প্রতিরোধের মুখে সন্ত্রাসীরা পিছু হটে।
এ ঘটনার পর আলোচনায় আসেন ডাঃ রেনিন সোয়ে। জানা যায়, রেনিন সোয়ে আরাকান আর্মির জন্য এই ঘোড়াগুলো ক্রয় করে বান্দরবানে পাঠিয়েছিলেন। একই দিন অর্থাৎ ২৭ আগস্ট গোপন সূত্রে খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল রাজস্থলীর কলেজ পাড়া এলাকার স্থানীয় রেনিন সোয়ের বাসায় অভিযান চালায়। এসময় তাকে আটক করা না গেলেও মিয়ানমারের নাগরিক ও বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠী আরাকান আর্মির সহযোগী অং ইউ ইয়াং রাখাইনকে আটক করে সেনাবাহিনীর দলটি। বাড়ীতে তল্লাশী চালিয়ে তিনটি আরাকান আর্মির পোশাক, পোশাক তৈরির ৩০ গজ কাপড়, তিনটি ল্যাপটপ, মোডেম, দুইটি ডিজিটাল ক্যামেরা, একটি হেন্ডিক্যাম, দুইটি ঘোড়া, তিনটি মটরসাইকেল, মোবাইল ও পার্সপোট পাওয়া যায়।
রাজস্থলীতে পুলিশী প্রক্রিয়া শেষে তাকে জিজ্ঞাসাবাদ শেষে আজ রাঙামাটি আদালতে আনা হবে।
আপলোড : ১৪ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : সকাল১১. ৪৫ মিঃ