বৃহস্পতিবার ● ৩০ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » কালীগঞ্জে চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
কালীগঞ্জে চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুরের কালীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে পঁচা বাসি ও নিম্নমানের খাবার তৈরী এবং বিক্রির দায়ে হোটেলসহ চার ব্যাবসা প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইনে আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত৷
২৮ জুন মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মনিরুজ্জামান এ দন্ডাদেশ প্রদান করেন৷
কালীগঞ্জ থানার এস আই মোঃ হাবিবুর রহমান আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, দুপুরে কালীগঞ্জ বাজার এলাকায় গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে৷ এ সময় পচাঁ খাবার তৈরি ও বিক্রির দায়ে ওই বাজারের কুমিল্লা মিষ্টান্ন ভান্ডারের মালিক স্বপন চন্দ্র ঘোষকে ৩০ হাজার টাকা, অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় হোটেল দুলালের মালিক দুলালকে ১০ হাজার টাকা এবং হোটেল ফেরু’র মালিক ফেরুকে ৭ হাজার টাকা ও মোঃ সাইফুল ইসলাম মালিকানাধীন একটি ফলের দোকানকে ৩ হাজার টাকা আর্থিক জরিমানা প্রদান করা হয়৷ ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯-এর আওতায় ওই চার ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়৷