বৃহস্পতিবার ● ৩০ জুন ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটি জেলা পরিষদের ৬০ কোটি টাকার বাজেট ঘোষণা
রাঙামাটি জেলা পরিষদের ৬০ কোটি টাকার বাজেট ঘোষণা
ষ্টাফ রিপোর্টার :: (১৬ আষাঢ় ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.২২মিঃ) রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের ২০১৬-১৭ অর্থ বছরে ৬০ কোটি টাকার বাজেট ঘোষণা করছে ৷ জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা ৩০ জুন বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা পরিষদ সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে বাজেট পেশ করেন ৷
এসময় জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা ড.জাকির হোসেনসহ জেলা পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ৷
২০১৬-১৭ সনের প্রস্তাবিত বাজেটে শিক্ষা এবং তথ্যও প্রযুক্তি খাতে প্রস্তাবিত বরাদ্দ ৮ কোটি ৬৯ লক্ষ ৫৫ হাজার টাকা যা বাজেটের ১৭ শতাংশ, যোগাযোগে অবকাঠামো খাতের প্রস্তাবিত বরাদ্দ ৮ কোটি ৬৯ লক্ষ ৫৫ হাজার টাকা যা বাজেটের ১৭ শতাংশ, ধর্ম খাতে বরাদ্দ ৮ কোটি ১৮ লক্ষ ৪০হাজার যা বাজেটের ১৬ শতাংশ, সমাজ কল্যাণ, আর্থ সামাজিক ও নারী উন্নয়ন খাতে বরাদ্দ ৫ কোটি ১১ লক্ষ ৫০ হাজার যা বাজেটের ১০ শতাংশ, পূত (গৃহ/অবকাটামো নিমার্ণ) খাতে বরাদ্দ ৬ কোটি ১৩ লক্ষ ৮০ হাজার টাকা যা বাজটের ১২ শতাংশ, স্বাস্থ্য, পরিবার কল্যাণ ও সুপেয় পানি খাতে বরাদ্দ ৬ কোটি ১৩ লক্ষ ৮০ হাজার টাকা যা বাজটের ১২ শতাংশ, কৃষি, মত্স্য ও প্রাণি সম্পদ খাতে বরাদ্দ ২ কোটি ৫৫ লক্ষ ৭৫ হাজার টাকা যা বাজটের ৫শতাংশ, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ খাতে বরাদ্দ ১ কোটি ২ লক্ষ ৩০ হাজার টাকা যা বাজটের ২শতাংশ, ক্রীড়া ও সংস্কৃতি খাতে বরাদ্দ ৫১ লক্ষ ১৫ হাজার টাকা যা বাজটের ১শতাংশ, পর্যটন খাতে বরাদ্দ ১ কোটি ২লক্ষ ৩০ হাজার টাকা যা বাজটের ২শতাংশ, এাণ ও পুণর্বাসন খাতে বরাদ্দ ১ কোটি ৫৩ লক্ষ ৪৫ হাজার টাকা যা বাজটের ৩ শতাংশ, ভূমি ও হাটবাজার খাতে বরাদ্দ ৫১ লক্ষ ১৫ হাজার টাকা যা বাজটের ১শতাংশ শিশু উন্নয়ন খাতে বরাদ্দ ৫১ লক্ষ ১৫ হাজার টাকা এবং যা বাজটের শতাংশ, বিবিধ(পরিষদের আয় বর্ধক প্রকল্প) খাতে বরাদ্দ ৫১ লক্ষ ১৫ হাজার যা বাজটের ১শতাংশ ৷
মোট উন্নয়ন ব্যয় ৫১ কোটি ১৫ লক্ষ টাকা এবং অফিসার ও কর্মচারীদের বেতন, ভাতাদি, সরবরাহ ও সেবা, মেরামত, সংরক্ষণ ও পুণর্বাসন, সাহায্য মঞ্জুরী, অবসর ভোগিদেও আনুতোষিক এবং সম্পদ সংগ্রহ/ক্রয় মোট ৮ কোটি ৮৫ লক্ষ সর্ব মোট ৬০ কোটি টাকার বাজেট পেশ করেন ৷
বাজেটে আয়ের খাতে সরকার হতে থোক বরাদ্দ ধরা হয়েছে ৪৮ কোটি টাকা ও পরিষদের নিজস্ব আয় ধরা হয়েছে ৩ কোটি টাকা ৷