বৃহস্পতিবার ● ৩০ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ধর্ষকের কোন জাতি, ধর্ম বা রাজনৈতিক পরিচয় থাকে না : মানববন্ধনে এমপি চিনু
ধর্ষকের কোন জাতি, ধর্ম বা রাজনৈতিক পরিচয় থাকে না : মানববন্ধনে এমপি চিনু
ষ্টাফ রিপোর্টার :: (১৬ আষাঢ় ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩৩মিঃ) রাঙামাটি সংরক্ষিত ৩৩৩,ম-৩৩ আসনের সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু বলেছেন, কোন ধর্ষকের কোন রাজনৈতিক পরিচয় থাকা ঠিক নয় ৷ আমরা কোন ধর্ষকে কোন ধর্ম বা কোন জাতি হিসেবে দেখতে চাই না শুধু ধর্ষকে ধর্ষক হিসাবে দেখতে চাই এবং ধর্ষকের প্রতি তীব্র নিন্দা ও ক্ষোভ জানাতে চাই ৷ আয়না চাকমার অপহরণ ও ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাঙামাটি মহিলা আওয়ামীলীগের উদ্যোগে ৩০ জুন বৃহস্পতিবার সকালে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন ৷ রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বাংলাদেশ মহিলা পরিষদ রাঙামাটি জেলা শাখার সভানেত্রী কনিকা বড়ুয়া, রাঙামাটি মানবাধিকার নেত্রী টুকু তালকদার, রাঙামাটি মহিলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদিকা এ্যাডভোকেট পারভিন আক্তার, ৮নং ওয়ার্ডে মহিলা আওয়ামীলীগের সভানেত্রী নাজমা আক্তার, মহিলা পরিষদের সাধারণ সম্পাদিকা শামীমা আরা বেগম, সদস্য মৌহিতা দেওয়ান বক্তব্য রাখেন৷ সংসদ সদস্য চিনু বলেন, আয়না চাকমা তার সাহসিকতার পরিচয় দিয়েছে ৷ সে তার ধর্ষকদের চিহিৃত করে দিয়েছে এবং সে পুলিশের কাছে রির্পোট করেছে ৷ তাই আমি ধন্যবাদ জানাই ৷ আমি চাই পার্বত্য চট্টগ্রামের প্রতিটি নারী যেন আয়না চাকমা মত সাহসী হয় ৷ তিনি আরো বলেন, আমি সাধারণ মানুষের একজন হিসেবে প্রশাসনের কাছে জোর দাবি জানাতে চাই আয়না চাকমার ধর্ষকদের অতি দ্রুত বিচারের আওয়তায় আনা হউক ৷ যদি সেটা না হয় তাহলে আবারো আয়না চাকমার মত ঘটনা ঘটবে ৷ সেটা আমরা মেনে নিতে পারব না তাই আয়না চাকমার ধর্ষণকারীদের বিচারের আওয়তায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হউক বলে তিনি দাবি করেন ৷
উল্লেখ্য সম্প্রতি রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় আয়না চাকমা নামের এক কিশোরীকে অপহরণের পর ধর্ষন করে আঞ্চলিক রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের কতিপয় পাহাড়ি যুবক ৷