শনিবার ● ২ জুলাই ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে ব্রি’র প্রথম মহিলা মহাপরিচালক ড. ভাগ্য রানী বণিক
গাজীপুরে ব্রি’র প্রথম মহিলা মহাপরিচালক ড. ভাগ্য রানী বণিক
গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৮ আষাঢ় ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.২০মিঃ) বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) এর মহাপরিচালক পদে ৩০ জুন বৃহস্পতিবার যোগদান করেছেন ড. ভাগ্য রানী বণিক৷ গত ২৯ জুন কৃষি মন্ত্রণালয়ের এক আদেশে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়৷ ডঃ বণিক ইতোপূর্বে বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউটের পরিচালক, প্রশিক্ষণ ও যোগাযোগ হিসেবে দায়িত্ব পালন করছিলেন৷ তিনি ব্রি’র বিদায়ী মহাপরিচালক ড. জীবন কৃষ্ণ বিশ্বাসের স্থলাভিষিক্ত হলেন৷ ব্রি’র সাড়ে চার দশকের ইতিহাসে এই প্রথম একজন মহিলা এর শীর্ষ পদে আসীন হলেন৷
ডঃ ভাগ্য রানী বণিক ১৯৫৮ সালের ৩১ ডিসেম্বর কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার বাঘমারায় জন্মগ্রহণ করেন৷ তিনি ১৯৮৩ সালের ৫ সেপ্টেম্বর বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে বৈজ্ঞানিক কর্মকর্তা পদে যোগদান করেন৷ তিনি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (সাবেক বাংলাদেশ কৃষি ইনস্টিটিউট) থেকে ১৯৮২ সালে বিএসসি এজি অনার্স ডিগ্রি লাভ করেন৷ ১৯৮৭ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) থেকে জেনেটিক্স এন্ড প্লান্ট ব্রিডিং এ স্নাতকোত্তর ও ২০০৩ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন৷ বিশিষ্ট ভূট্টা বিজ্ঞানী ডঃ বণিক চাকুরি জীবনে কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন৷ জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত তার গবেষণা নিবন্ধের সংখ্যা ৩৭টি৷
ব্রি’তে গত বৃহস্পতিবার তার দায়িত্ব গ্রহণ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ব্রি’র পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মো. শাহজাহান কবীর ও পরিচালক (গবেষণা) ড. মো. আনছার আলী ও প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের প্রধানগণ উপস্থিত ছিলেন৷