রবিবার ● ৩ জুলাই ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » পুরাণগাও-আনরপুর গ্রামে বিদ্যুতায়ন
পুরাণগাও-আনরপুর গ্রামে বিদ্যুতায়ন
মো. আবুল কাশেম, বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি :: (১৯ আষাঢ় ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১২.০১মিঃ) সিলেট-২ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, দেশ ও জাতির উন্নয়ন ও অগ্রগতির জন্য আওয়ামী লীগের উপরই মানুষ আস্থাশীল৷ তাই বার বার জননেত্রী শেখ হাসিনা’কে দেশের মানুষ প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন৷ আর তাঁরই নেতৃত্বে দেশের শিক্ষা, কৃষি, বিদ্যুত্, স্বাস্থ্য, যোগাযোগ’সহ সকলখ্যাতে সমভাবে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড বাস্তাবায়িত হচ্ছে৷ তিনি আরোও বলেন, বিশ্বের সামনে দেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে পরিচিত করার জন্য বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা গুপ্ত হত্যা ও জঙ্গি হামলায় লিপ্ত রয়েছেন৷ যুদ্ধাপরাধীদের রক্ষা করতে না পেরে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা এমন অপকর্মে লিপ্ত রয়েছেন৷ খালেদা-তারেকের হুকুম এসব কর্মকান্ড বাস্তবায়িত হচ্ছে৷
তিনি ২ জুলাই শনিবার সকালে সিলেটের বিশ্বনাথে উপজেলার পুরাণগাও-আনরপুর গ্রামে প্রায় ২২ লাখ টাকা ব্যয়ে ১.৮২৪ কিলোমিটার বিদ্যুতায়ন কাজের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন৷ এর ফলে পুরাণগাও গ্রামের ৯০টি এবং আনরপুর গ্রামের ৩২টি পরিবার নতুন করে বিদ্যুত্ সেবার আওয়তায় আসলেন৷ রামাপাশা ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি আশ্রব আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোশাহিদ আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী, কার্যকরী কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার ও বিশ্বনাথ পল্লী বিদ্যুত্ সমিতির ডিজিএম কমলেশ চন্দ্র বর্মন৷