বুধবার ● ১৪ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » জাতীয় » কেয়ারের যৌথ উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনায় অবহিতকরণ সভা
কেয়ারের যৌথ উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনায় অবহিতকরণ সভা
গাজীপুর প্রতিনিধি :: দুর্যোগের প্রস্তুতি গ্রহন, ঝুঁকি প্রশমন এবং দুর্যোগে কার্যকর পদক্ষেপ গ্রহণে করণীয় বিষয় নিয়ে সিটি করপোরেশনের সভা কক্ষে গাজীপুর সিটি করপোরেশন ও আন্তর্জাতিক এনজিও কেয়ার বাংলাদেশের যৌথ উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে ৷
১৪ অক্টোবর বুধবার দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ ৷
বিল্ডিং রেজিলিয়েন্স অব দ্যা আরবান পুওর প্রকল্পের আওতায় নগরে বসবাসরত নাগরিকদের ঝুকিহ্রাস বিষয়ক বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ৷
অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন, টঙ্গী পৌর সভার সাবেক মেয়র ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এড. আজসত উল্লাহ খান৷ সভায় সিটি করপোরেশনের কাউন্সিলর, কর্মকর্তা, সাংবাদিক ও দুর্যোগ প্রশমনে কাজ করে এমন সংস্থার প্রতিনিধিরা ৷
অপলোড : ১৪ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : সন্ধ্যা ৭.২৪ মিঃ