বুধবার ● ৬ জুলাই ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে বজ্রপাতে একই পরিবারের ছয়জন দগ্ধ
গাজীপুরে বজ্রপাতে একই পরিবারের ছয়জন দগ্ধ
গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুরের সারদাগঞ্জ এলাকায় বজ্রপাতে একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন৷
৫ জুলাই মঙ্গলবার ভোরে এ বজ্রপাতের ঘটনা ঘটে৷
আহতরা হলেন- দিনাজপুরের দবির উদ্দিন (৫০) ও স্ত্রী মেরিনা (৪৫), ছেলে সেলিম মিয়া (৩২), সেলিমের স্ত্রী সাবিনা (২৭) ও মেয়ে সুমাইয়া (৫) ও জামিয়া (১২)৷ তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে৷
ওই বাড়ির অপর ভাড়াটিয় ছেলে মনোয়ার হোসেন আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, আহতরা সারদাগঞ্জ এলাকার জহিরের বাড়িতে ভাড়া থাকেন৷ গুড়ি গুড়ি বৃষ্টির একপর্যায়ে সোমবার দিবাগত রাত ৪টার দিকে বিকট শব্দে বজ্রপাত হয়৷ এতে ওই ৬ জন দগ্ধ হন৷ পরে এলাকাবাসী উদ্ধার করে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে পাঠায়৷
গাজীপুর সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের (সারদাগঞ্জ) কাউন্সিলর এটিএম সফিজ উদ্দিন আহমদ আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, রাতে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল৷ একপর্যায়ে রাত ৪টার দিকে বিকট শব্দে জহিরের বাড়ির টিনের দুটি ছাপড়া ঘরের চাল উড়ে যায়৷ এতে সকলেই দ্বগ্ধ হন৷ ধারণা করা হচ্ছে ওই সময় ঘরে বজ্রপাত পড়ে তারা দ্বগ্ধ হয়েছেন৷ পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠায়৷
জয়দেবপুর থানার চক্রবর্তী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই হারম্নন অর রশীদ আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, আহতরা সারদাগঞ্জ এলাকার জহিরের বাড়িতে ভাড়া থাকেন৷ ভোরে বিকট শব্দে বজ্রপাত হলে ওই ছয়জন দগ্ধ হন৷ পরে এলাকাবাসী তাদের দ্রম্নত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠিয়েছে৷
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক চিকিত্সক পার্থ শঙ্কর পাল আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, তারা সকলেই কম-বেশী দগ্ধ হয়েছেন৷ এদের মধ্যে দবির ও তার স্ত্রী বেশি দগ্ধ হয়েছেন৷