রবিবার ● ১০ জুলাই ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » জ্ঞানকে সমৃদ্ধ করে সৃজনশীল বই : ইলিয়াসপত্নী লুনা
জ্ঞানকে সমৃদ্ধ করে সৃজনশীল বই : ইলিয়াসপত্নী লুনা
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধ :: বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ‘নিখোঁজ’ এম. ইলিয়াস আলীর সহধর্মিণী, সিলেট জেলা বিএনপি সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, জ্ঞানকে সমৃদ্ধ করে সৃজনশীল বই৷ পাঠক সৃষ্টিতে পাঠাগারের ভূমিকাও বিরাট৷ জ্ঞান-মেধার উত্কর্ষ সাধন তথা সভ্যতা বিকাশে পাঠাগার এবং গ্রন্থাবলীর প্রয়োজনীয়তা অপরিসীম৷ ৯ জুলাই শনিবার বিশ্বনাথের রামধানা গ্রামে প্রাইমারী স্কুল মাঠে শাহজালাল ইসলামি পাঠাগারের যুগপূর্তি অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন৷ বক্তব্যে তিনি ইলিয়াস পরিবারের জন্যে দোয়া চেয়ে বলেন, আমাদের পরিবার চরম ক্রানত্মিকাল অতিক্রম করছে৷ আমাদের জন্যে সবাই দোয়া করবেন৷
স্বারক ও প্রকাশনা অনুষ্টান বাসত্মবায়ন পরিষদের আহবায়ক সৈয়দ জুয়েল আহমদের সভাপতিত্বে ও স্বারক ও প্রকাশনা অনুষ্টান বাসত্মবায়ন পরিষদের সদস্য সচিব মাওলানা আজিজুর রহমানের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেল আহমদ চৌধুরী, অলংকারি ইউপির বর্তমান চেয়ারম্যান লিলু মিয়া, খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন, পাঠাগারের প্রধান উপদেষ্ঠা আবদুল ওয়াদুদ বিএসসি, শিৰানুরাগী কাজী আবদুল ওয়াদুদ, রামধানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিৰক শাহ আলম, বিশ্বনাথ ফাজিল মাদরাসার শিৰক মাওলানা ছাদীকুর রহমান, পাঠাগার উপদেষ্ঠা ফারম্নক আহমদ মরিল, ন্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য রাজুক মিয়া রাজ্জাক৷
বক্তব্য রাখেন পাঠাগারের সাধারণ সম্পাদক আবদুল মুমিন, সাবেক সভাপতি আবদুল হালিম, সাবেক সদস্য জাবের আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক উমর ফারম্নক, শেখ আলেক্্র মিয়া, শাহীন আহমদ রাজু৷ সভার শুরম্নতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন পাঠাগারের নির্বাহী সদস্য হাফিজ জাহেদ আহমদ৷ শুভেচ্ছা বক্তব্য দেন পাঠাগার সভাপতি হাফিজ শহিদুল ইসলাম তারেক৷ আলোচনা সভা শেষে যুগপূর্তি উপলৰে প্রকাশিত স্বারক ‘জালালী গোলাপ’র মোড়ক উন্মোচন করেন অতিথিরা৷ পরে দাখিল ও এসএসসি উত্তীর্ণ শিৰাথর্ীদের মধ্যে সনদ, ক্রেষ্ট ও শিৰা সামগ্রী দেয়া হয়৷