সোমবার ● ১১ জুলাই ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালীতে ইসলামিক ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী
কাউখালীতে ইসলামিক ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী
কা্উখালী প্রতিনিধি :: (২৭ আষাঢ় ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৩৫মিঃ) রাঙামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলায় ইসলামিক ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী উপলক্ষে সেমিনার ও সন্ত্রাস জঙ্গীবাদ সির্মূল ও প্রতিরোধে এক র্যালী ও আলোচনা সভা ১১ জুলাই সোমবার সকাল ১০টায় অনুষ্ঠিত হয়৷
র্যালীটি উপজেলার গুরুত্বপুর্ন বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা সদর মডেল ইসলামিক পাঠাগারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার মাওলানা মোঃ মুনির উদ্দিন৷
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম চৌধুরী (চৌচা মং)৷ অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আখতার ৷ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ কাউখালী উপজেলা শাখার যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ বেলাল উদ্দিন, যুবলীগ কাউখালী উপজেলা শাখার সাধারন সম্পাক মোঃ নাজিম উদ্দিন, ওলামালীগ কাউখালী উপজেলা শাখার সভাপতি মাওলানা এস এম মুনির উদ্দিন, ওলামালীগ উপজেলা শাখার সাধারন সম্পাদক হাসান মাসুদ ও সাংবাদিক মোঃ ওমর ফারুক প্রমুখ৷ আলোচনা সভা সন্চালনা করেন ইসলামিক ফাউন্ডেশন কাউখালী উপজেলা তত্ত্বাবধায়ক মাওলানা মোঃ নুরুল আলম৷
আলোচনা সভায় বক্তারা বলেন সন্ত্রাস জঙীবাদ ইসলাম কখনোই সমর্থন করেনা৷ ইসলাম হলো শান্তির ধর্ম৷ এখানে নেই কোন হিংসা,বিদ্বেষ,ধর্মীয় গোড়ামী৷ কিন্তু বর্তমানে আমাদের দেশে কিছু কুচক্রী মহলের কিছু কুচক্রী লোক ইসলাম কায়েমের নামে জঙ্গী সৃষ্টি করে সাধারন অসহায় লোকজনদেও হত্যা করে বাংলাদেশকে বিশ্বের কাছে ছোট করে চলছে৷ যা আমাদের জন্য শুভ নয়৷ তাই আমাদের সকলকে এখন ঐক্যবদ্ধ হয়ে এসবের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে৷ আমাদের ছেলেমেয়েদের সঠিক ইসলামিক শিক্ষা দিয়ে গড়ে তুলতে হবে
যাতে তারা ইসলামের সঠিকতা নিয়ে সুন্দর ভবিষ্যৎ গড়তে পারে৷ পারে একটি সুন্দর বাংলাদেশ গড়তে এটাই সকলের একমাত্র প্রত্যাশা বলে বক্তারা অভিমত ব্যাক্ত করেন৷