বৃহস্পতিবার ● ১৪ জুলাই ২০১৬
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » ঝিনাইদহে পাটের বাম্পার ফলনের সম্ভাবনা
ঝিনাইদহে পাটের বাম্পার ফলনের সম্ভাবনা
ঝিনাইদহ প্রতিনিধি :: (৩০ আষাঢ় ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় বিকাল ৫.৯মিঃ) চলতি মৌসুমে ঝিনাইদহ জেলায় ২০ হাজার ৪৭০ হেক্টর পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি সমপ্রসারণ অধিদফতর৷ ঝিনাইদহে পাটের বাম্পার ফলনের আশাবাদ ব্যক্ত করেছেন সাধারণ কৃষকরা৷
কৃষি সমপ্রসারণ অধিদফতর সূত্র জানায়, ২০ হাজার ৪৭০ হেক্টরে ২ লাখ ২৬ হাজার ১৯৪ বেল পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে৷
ঝিনাইদহ সদর উপজেলার চুটলিয়া গ্রামের টিটু মিয়া সহ অন্যান্যরা জানান, এবার টিটু মিয়া ৩ একরের বেশি জমিতে পাট চাষ করেছেন৷ এ বছর পাট উত্পাদনে কৃষকদের তেমন বেগ পেতে হচ্ছে না৷ জমির সামান্য পরিচর্যা করলেই ভালো ফলন পাওয়া যায়৷ পাট চাষে তেমন কোনো ওষুধের প্রয়োজন পড়ে না৷ এবার পাটের বাম্পার ফলনের আশাবাদ ব্যক্ত করেছেন তিনি৷
ঝিনাইদহ কৃষি সমপ্রসারণ অধিদফতরের ডেপুটি ডাইরেক্টর শাহ মো. আকরামুল হক বলেন, আবহাওয়া অনুকূলে থাকলে এ অঞ্চলে পাটের বাম্পার ফলন হবে৷ সোনালী আঁশ নামে খ্যাত পাট একটি সহজলভ্য অর্থকারী কৃষি ফসল৷
তাছাড়া ঝিনাইদহ যশোর-খুলনাঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকার জুট মিলে উত্পাদিত পাটের ব্যাগ, সুতা ও কার্পেটের রয়েছে দেশ-বিদেশে ব্যাপক চাহিদা৷ এরপরও পাটখড়িরও রয়েছে ব্যাপক চাহিদা৷ জ্বালানিসহ নানা কাজে পাট খড়ির ব্যাপক ব্যবহার হয়ে থাকে৷ যে কারণে প্রতি বছর ঝিনাইদহ অঞ্চলে পাটের চাষ বাড়ছে৷