বৃহস্পতিবার ● ১৪ জুলাই ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বিলাইছড়িতে কৃষকদের ফল চাষ বিষয়ক প্রশিক্ষণ ও চারা বিতরণ
বিলাইছড়িতে কৃষকদের ফল চাষ বিষয়ক প্রশিক্ষণ ও চারা বিতরণ
ষ্টাফ রিপোর্টার :: (৩০ আষাঢ় ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় বিকাল ৫.১০মিঃ) রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মিশ্র ফল বাগান স্থাপন প্রকল্পের আওতায় উপকারভোগী ৭২টি পরিবারের কৃষক-কৃষানীদের ফল চাষের আধুনিক কলাকৌশল বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ও ফলদ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে৷
রাঙাামাটি কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের সহযোগিতায় ১৪ জুলাই বৃহস্পতিবার সকালে বিলাইছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষক-কৃষানীদের প্রশিক্ষণ কর্মশালা শেষে তাদের মাঝে ফলদ চারা বিতরণ করা হয়৷
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য রেমলিয়ানা পাংখোয়া৷
বিলাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান শুভমঙ্গল চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কৃষি সম্প্রসারণ বিভাগের উপজেলা কৃষি কর্মকর্তা সুদর্শন সিকদার, ৩ নং ফারুয়া ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান বিদ্যালাল তংচঙ্গ্যা, বিলাইছড়ি উপজলা সিএইচটি হেডম্যান এসোসিয়েশনের সভাপতি শান্তি বিজয় চাকমা উপস্থিত ছিলেন৷
অনুষ্ঠানে বক্তরা বলেন, পার্বত্য চট্টগ্রাম এলাকায় এখনও অনেক পতিত জমি রয়েছে৷ সেখানে সঠিক ও কার্যকর পরিকল্পনার মাধ্যমে ফল ও ফলদ বৃক্ষের বাগান স্থাপন করে পতিত জমি চাষের আওতায় আনার সুযোগ রয়েছে৷ এতে ফল উত্পাদন বৃদ্ধি পাবে যা এ জেলার বসবাসরত মানুষের দারিদ্র্য বিমোচনে বিরাট অবদান রাখবে৷ বক্তরা বলেন, প্রকৃতিতে যত প্রকার খাদ্য দ্রব্য উত্পাদিত হয় তার মধ্যে ফলই বেশি পুষ্টিকর এবং সুস্বাদু৷ এর মধ্যে রয়েছে মানব দেহের প্রয়োজনীয় সব গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান৷ সুস্থ, সবল ও কর্মক্ষম জাতি গঠনে সুষম খাদ্য তথা ফলের গুরম্নত্ব্ব অপরিসীম৷ তাই দানা জাতীয় খাদ্য উত্পাদনের পাশাপাশি ফলের উন্নয়নে সমগুরুত্ব্ব আরোপ করা প্রয়োজন৷
বক্তরা বলেন, জাতীয় অর্থনীতিতে তথা দারিদ্র্য বিমোচনে ফল ও ফলদ বৃক্ষের অবদান অত্যনত্ম গুরুত্বপূর্ণ৷ উন্নত ব্যবস্থাপনার মাধ্যমে ফল চাষ করলে আমাদের দেশ হবে উন্নত৷ কাজেই স্বল্প পরিসরে ফল চাষ করে দারিদ্র্য বিমোচন সম্ভব৷