শুক্রবার ● ১৫ জুলাই ২০১৬
প্রথম পাতা » অপরাধ » পাবনার ঈশ্বরদীতে আইন শৃংখলার অবনতি
পাবনার ঈশ্বরদীতে আইন শৃংখলার অবনতি
ঈশ্বরদী প্রতিনিধি :: (৩১ আষাঢ় ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.০৬মিঃ) ঈশ্বরদীতে আইন শৃংখলা পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে ৷ রাজনৈতিক কোন্দল আর পুলিশের দু’একজন কর্মকর্তার অবহেলার কারণে সাধারণ নির্যাতিত মানুষও বিচার পাচ্ছেনা৷ দাগি আসামিদের গ্রেপ্তার না করে নিরীহ ব্যবসায়ী , চুয়ানি ও গাঁজাখোরদের গ্রেপ্তার নিয়ে ব্যস্ত পুলিশ ৷
থানায় মামলা করতে আসার পরও রহস্যজনক কারণে মামলা রেকর্ড না করা ৷ এসব কারণে সাধারণ নির্যাতিত শ্রেণী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে ক্রমেই হতাশা বৃদ্ধি পাচ্ছে৷ ভুক্তভোগিদের দেওয়া অভিযোগ সুত্রে এসব তথ্য জানা গেছে৷
সুত্রমতে, সাম্প্রতিক সময়ে ঈশ্বরদীতে পৌর ও উপজেলা আওয়ামীলীগের আভ্যন্তরিন কোন্দলের বহিঃপ্রকাশ, আওয়ামীলীগের দু’গ্রুপের জঙ্গি বিরোধী মিছিলে হামলা,ধাওয়াপাল্টা ধাওয়া ,মারপিট,অবৈধ অস্ত্রের গুলিতে ছাত্রলীগ নেতা মিরাজ হোসেনের আহত হওয়া, কলেজ রোডের মত্স্য ও বালু ব্যবসায়ী মজিদুলকে আটক করা, কারণে বরইচারায় গভীর রাতে বাড়িতে ঢুকে প্রাণ কোম্পানীর কর্মচারি জাহাঙ্গীর ও তার স্ত্রীকে মারপিট ও কুপিয়ে জখম করা,নানাস্থানে অবৈধ অস্ত্রের ব্যবহার, ঝাউদিয়া থানা পাড়ায় পথচারি বেলি বেগম ও তার প্রতিবন্ধি ছেলেকে মারপিট করে নগদ ৮০ হাজার টাকা ও সোনার চেইন ছিনিয়ে নেওয়ার ২২ দিনেও মামলা না নেওয়া এবং গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার পর দেশব্যাপি জঙ্গি আতংক সৃষ্টির পরও ঈশ্বরদী থানার দু’একজন কর্মকর্তার দায়িত্বে অবহেলার কারণে ঈশ্বরদীতে আইন শৃংখলা পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে ৷ একই কারণে বর্তমানে ঈশ্বরদীর বিভিন্ন এলাকার নির্যাতিত শ্রেণীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষের মধ্যে ক্রমেই হতাশা ও আতংক বৃদ্ধি পাচ্ছে৷ অনেকেই স্বস্তি নিয়ে রাস্তায় চলাচল করতে সাহস পাচ্ছেনা৷ পুলিশ মানুষের বন্ধু বিষয়টি মাথায় রেখে প্রজাতন্ত্রের দায়িত্বশীল কর্মচারি হয়ে কর্মকর্তারা যাতে সঠিকভাবে দায়িত্ব পালন করেন সে জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের নজরদারি জোরদার করা উচিত বলে সচেতন মহল মনে করেন৷