শুক্রবার ● ১৫ জুলাই ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ১০টি মন্দিরে হামলার হুমকি দিয়েছে আইএস
১০টি মন্দিরে হামলার হুমকি দিয়েছে আইএস
অনলাইন ডেস্ক :: কক্সবাজারের ১০টি মন্দিরে ৩০ জুলাই’র মধ্যে হামলা চালানোর হুমকি দিয়ে চিঠি দিয়েছে আইএস। ১৪ জুলাই বৃহস্পতিবার বিকেলে ডাকযোগে জেলা পূজা উদ্যাপন পরিষদের প্রধান কার্যালয়ে এই চিঠি পাঠানো হয়। এই ঘটনার পর সদর মডেল থানায় সাধারণ ডায়েরী করেছেন জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি এডভোকেট রনজিত দাশ।
এডভোকেট রনজিত দাশ জানান, ডাকযোগে পাঠানো চিঠিতি বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে তার হস্তগত হয়। চিঠিটি হাতের লেখা। চিঠিতে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক উদ্দেশ্য করে হত্যার হুমকি দেয়া হয়।
চিঠিটি হুবহু তুলে ধরা হলো ‘ বাংলাদেশ পূজা উদযাপন কমিটি কক্সবাজার। আই.এস জঙ্গি সংগঠন। আগামী ৩০ শে জুলাইয়ের মধ্যে কক্সবাজারের সর্বপ্রথম মন্দিরে হামলা চালাবো। বাক্ষ্ম মন্দিরে, এরপর কালিবাড়ি, ইসকন মন্দির, কৃষনন্দ ধাম, শংকর মঠ বড় ধরণের হামলা চালাব, রামকৃষ সেবাশ্রম। আমরা যতদিন না পর্যন্ত হিন্দুরা ইসলাম ধর্ম গ্রহণ করবে না ততদিন পর্যন্ত এ জিহাদ চলবে।
আমরা জঙ্গি আমরা ইসলাম চাই কক্সবাজারের সমস্ত মন্দিরের পুরোহিত সভাপতি সেক্রেটারি এদের আমরা আল্লাহ আকবরের নামে খুঁজে খুঁজে বের করে খুন করবো, আমরা আই.এস জঙ্গি পারিসত ভারতে পালিয়ে যা। আর না পারলে তোদের গলা কেটে হত্যা করব। যত বড় প্রশাসন আসুক না কেন হত্যা অবশ্যই করব। তারপরে মহেশখালী আদিনাথ মন্দিরে বহুবার চেষ্টা করেছি পারিনি এইবার আর রেহাই নেই। আল্লাহ আকবর, আই.এস।’
এডভোকেট রনজিত দাশ বলেন, ‘চিঠিটি পাওয়ার পর আমরা শঙ্কিত হয়ে পড়ি। সাথে সাথে নিরাপত্তা চেয়ে কক্সবাজার সদর মডেল থানায় সাধারণ ডায়রি করেছি। পুলিশের পক্ষ থেকে আমাদের অভয় দেয়া হয়েছে এবং সতর্ক থাকতে বলা হয়েছে।’
এ ব্যাপারে জানতে চাইলে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, ‘পূজা উদযাপন পরিষদের সভাপতির সাধারণ ডায়রি রুজু করেছি। তাদের নিরাপত্তার বিষয়টি আমরা আলাদা দেখছি। একই সাথে মন্দিরের নিরাপত্তা বিষয়টিও দেখা হচ্ছে।’
এদিকে এ ঘটনার বিষয়ে ১৫ জুলাই শুক্রবার বিকাল ৪ টায় ব্রাহ্ম মন্দির প্রাঙ্গনে জরুরী সভা ডেকেছে জেলা পূজা উদযাপন পরিষদ। উক্ত সভায় শহরের সকল মঠ-মন্দিরের সভাপতি-সাধারণ সম্পাদককে যথাসময়ে জরুরী ভাবে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট রনজিত দাশ ও সাধারণ সম্পাদক বাবুল শর্মা। সুত্র: বিডি২৪লাইভ