শনিবার ● ১৬ জুলাই ২০১৬
প্রথম পাতা » অপরাধ » চাটমোহর- চট্রগ্রাম রুটে টিকেট প্রতি ৫০০ টাকা অতিরিক্ত ভাড়া
চাটমোহর- চট্রগ্রাম রুটে টিকেট প্রতি ৫০০ টাকা অতিরিক্ত ভাড়া
চাটমোহর (পাবনা) প্রতিনিধি :: (১ শ্রাবণ ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৪৩মিঃ) পবিত্র ঈদ-উল ফিতর উদযাপনের প্রায় দশ দিন পেরিয়ে গেলেও সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে চাটমোহর - ঢাকা- চট্রগ্রাম রুটে চলাচলকারী “শাহজাদপুর ট্রাভেলস” কোচ কর্তৃপক্ষ যাত্রীদের নিকট থেকে প্রায় দেড়গুন ভাড়া আদায় করে চলছেন৷ এরুটে চলাচলকারী যাত্রীরা জানান, কোচ কর্তৃপক্ষের মন গড়া নির্ধারিত ভাড়া চুকিয়ে দিয়ে টিকেট নিতে বাধ্য হচ্ছেন তারা৷ ঢাকার প্রতি টিকেটের দাম অন্য সময় সাড়ে ৩শ টাকা নিলেও এখন নিচ্ছে ৫শ টাকা৷ টিকেট প্রতি বাড়তি ভাড়া আদায় করছে ১শ ৫০ টাকা৷ এছাড়া চট্টগামের প্রতি টিকিটের মূল্য অন্য সময় ৭শ টাকা নিলেও এখন নিচ্ছে ১২শ টাকা৷ টিকেট প্রতি বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে ৫শ টাকা৷
এ ব্যাপারে খোঁজ নিতে চাটমোহরের বাসষ্ট্যান্ড এলাকায় অবস্থিত শাহজাদপুর ট্রাভেলস এর অফিসে গেলে বৃহস্পতিবার বিকেলে টিকেট মাষ্টার ইউসুফ আলী জানান, বাংলাদেশ বাস ট্রাক মালিক সমিতি চাটমোহর- ঢাকা ভায়া উল্লাপাড়া ৪৪৫.১৯ টাকা ভাড়া নির্ধারণ করে দিয়েছেন৷ ১৭ জুলাই থেকে পূর্বের দামে টিকেট বিক্রি করা হবে৷ ভাড়া বেশি নিচ্ছেন কেন এমন প্রশ্নের সদুত্তর দিতে না পেরে তিনি বাংলাদেশ বাস ট্রাক মালিক সমিতির সভাপতি ফারুক তালুকদার সোহেল এবং সাধারণ সম্পাদক কফিল উদ্দিন স্বাক্ষরিত ঈদ উপলক্ষে নির্ধারিত ভাড়ার তালিকা দেখান৷ কিন্তু শাহজাদপুর ট্রাভেলস কর্তৃপক্ষ বাংলাদেশ বাস ট্রাক মালিক সমিতি কর্তৃক নির্ধারিত ভাড়ার চেয়েও বেশি ভাড়া আদায় করছে৷ এ ব্যাপারে বাংলাদেশ বাস ট্রাক মালিক সমিতির সভাপতি ফারুক তালুকদার সোহেল জানান, আমরা সরকারের গাইড লাইন অনুসরণ করে প্রতি কিলোমিটারের ভাড়ার সাথে ফেরী ভাড়া, টোল ভাড়া যোগ করে ভাড়া নির্ধারণ করে দিয়েছি৷ শাহজাদপুর ট্রাভেলস মালিক কর্তৃপক্ষ অথবা অন্য কোন পরিবহন মালিক বেশি ভাড়া আদায় করলে স্থানীয় প্রশাসনকে অবহিত করুন৷
এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে জোড় দাবী জানিয়েছেন চাটমোহরের সচেতন মহল৷