রবিবার ● ১৭ জুলাই ২০১৬
প্রথম পাতা » কৃষি » উন্নয়নের ছোঁয়া লাগেনি গোমতি মনা মেম্বার পাড়া সড়কে
উন্নয়নের ছোঁয়া লাগেনি গোমতি মনা মেম্বার পাড়া সড়কে
অন্তর মাহমুদ,মাটিরাঙ্গা প্রতিনিধি :: (২ শ্রাবণ ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৪মিঃ) খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলাধীন গোমতি চৌদ্দগ্রাম টিলা মনা মেম্বার পাড়ার মধ্যদিয়ে গরগড়িয়া থেকে শান্তিপুর যাতায়াতের রাস্তাটিতে আজও কোন রকমের উন্নয়নের ছোঁয়া লাগেনি৷ প্রায় ২ কিলোমিটার রাস্তাটি এতটাই কাঁচা বা কর্দমাক্ত যে,তা দিয়ে ভারী যানবাহন তো দুরের কথা পার্বত্য অঞ্চলের জনপ্রিয় যানবাহন মোটর সাইকেল পর্যন্ত চলাচল করতে পারে না৷ নিরুপায় হয়ে গ্রামের সাধারণ বাসিন্দারা অনেক কষ্টে পাঁয়ে হেঁটেই বছরের পর বছর গোমতি গরগড়িয়া ও শান্তিপুর এলাকায় যাতায়াত করে৷
জানা গেছে,মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো: শামছুল হক’এর শশুর বাড়ী ও গোমতি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো: ফারুক হোসেন লিটনের বাড়ীসহ ওয়ার্ড মেম্বার মো: শাহজাহান মিয়ার বসবাসের বাড়ীও এই গ্রামের পাশেই৷ এই রাস্তাটি গোমতি ইউনিয়নের ৪৭ বছরের পুরাতন রাস্তা হওয়া সত্বেও জনপ্রতিনিধিদের উপযুক্ত উদ্দ্যেগের অভাবে আজও এই গ্রামের মানুষের জীবন যাত্রা দূর্গম এলাকার মত৷
এখানে ২টি ইউনিসেফ পরিচালিত প্রাথমিক বিদ্যালয় থাকলেও কোমলমতি শিশু যাতায়াতের উপযোগি রাস্তা নেই বলে এখানকার শিশুরা গোমতি ইউনিয়নের অন্য এলাকার চেয়ে মানসম্মত শিক্ষার আলোর ব্যবস্থা থেকে বঞ্চিত ৷ এই গ্রামের বেশীর ভাগ মানুষের অর্থনৈতিক নির্ভরতা কৃষি ও মত্স চাষের উপর৷ যোগাযোগের চরম প্রতিকুল পরিবেশের কারণে ২কিলোমিটার রাস্তা কাঁধে বা মাথায় বহন করে গরগড়িরা গোমতির প্রধান রাস্তায় এনে গাড়িতে বোঝাই করে মাটিরাঙ্গা বা অন্য এলাকায় নিতে হয় নিজেদের ক্ষেতের ফলফলাদি৷ যার ফলে কৃষকের পন্যবহন ব্যয়ের পরিমাণ অনেকগুন বেড়ে যায়৷
তথ্য সংগ্রহকালে এই প্রতিবেদককে ঐ এলাকার কৃষক মো: নাজির আলম,মো: শিরম্ন মিয়া,মো: বুদা মিয়া,মো: ইউসুফ মিয়াসহ আরও অনেকে জানান, আমাদের পুকুরের উত্পাদিত মাছ আর জমিতে চাষ করা ধান গোমতি ও মাটিরাঙ্গা সহ আশপাশের বহু এলাকার মানুষের চাহিদা পুরণে কার্যকরী যোগান দিলেও আমাদের দু:খ দূর্দশা দেখার যেনো কেউ নেই৷ এ সময় তারা রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট সকলের কাছে রাস্তাটি ব্রীক সলিং করণ ও একটি ছোট কালভার্ট নির্মাণের জোর দাবী জানান৷
এ বিষয়ে গোমতি ইউপি চেয়ারম্যান মো: ফারুক হোসেন লিটন মনা মেম্বার পাড়া গ্রাম বাসীর দাবী সাথে একমত পোষণ করে জানান, আগামীতে উন্নয়ন মুলক বরাদ্ধের মধ্যে তালিকাভুক্ত করানোর জন্যে তিনি কাজ করবেন৷