রবিবার ● ১৭ জুলাই ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ঈশ্বরদীতে আওয়ামীলীগের দু’গ্রুপের মধ্যে গুলি, ককটেল বিস্ফোরণ : ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠান ভাংচুর
ঈশ্বরদীতে আওয়ামীলীগের দু’গ্রুপের মধ্যে গুলি, ককটেল বিস্ফোরণ : ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠান ভাংচুর
ঈশ্বরদী প্রতিনিধি :: (২ শ্রাবণ ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.০২মিঃ) ১৭ জুলাই রবিবার বিকেল পাঁচটায় ঈশ্বরদী বাজারের ১ নং গেটের সামনের উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারমম্যান মখলেছুর রহমান মিন্টুর নেতৃত্বে বের করা মোটরসাইকেল বহরে অতর্কিত বোমা হামলা করা হয়েছে ৷ পৌর আওয়ামীলীগের সভাপতি ও মেয়র আবুল কালাম আজাদ মিন্টু সমর্থিত একটি গ্রুপ এই হামলা চালায়৷ হামলায় অন্ততঃ ২০ রাউন্ড গুলি, ২২ টি ককটেল বিস্ফোরণ ও পুলিশের ১০ রাউন্ড টিয়ালসেল নিক্ষেপ করা হয়েছে ৷ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারমম্যান মখলেছুর রহমান মিন্টুর সাংবাদিকদের নিকট দেওয়া অভিযোগ, প্রত্যেক্ষদশী ও ঈশ্বরদী থানা পুলিশ সুত্রে এসব তথ্য জানা গেছে ৷
সুত্র মতে, রবিবার দুপুরে পৌর আওয়ামীলীগের পক্ষ থেকে উপজেলা আওয়ামীলীগের বিপৰে এবং মামলা প্রত্যাহারের দাবীতে প্রেসক্লাবে সংবাদ সম্মেলণের আয়োজন করা হয়৷ বিকেলে উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে সংবাদ সম্মেলণের বিপক্ষে আলোবাগ মোড় থেকে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারমম্যান মখলেছুর রহমান মিন্টুর নেতৃত্বে শহরে মোটরসাইকেল বহর বের করা হয়৷ বহরটি বাজার অতিক্রম করার সময় ১ নং গেটের সামনে পৌর আওয়ামীলীগের সভাপতি ও মেয়র আবুল কালাম আজাদ মিন্টু সমর্থিত একটি গ্রুপ হামলা করে৷ এ সময় তারা অন্ততঃ ২০ রাউন্ড গুলি, ২২ টি ককটেল বিস্ফোরণ ঘটায়৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১০ রাউন্ড টিয়ালসেল নিক্ষেপ করে৷ এ সময় উভয় গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারপিটের ঘটনা ঘটে৷ এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও প্রগতি চায়নিজ রেস্তোর, প্রাইম ব্যাংক ও রাস্তার দু’ পাশের বেশ কিছু দোকান ভাংচুর করা হয়৷ ককটেলের ধোঁয়া ও গুলির শব্দে সাধারণ মানুষ দিকবিদিক ছুটাছুটি করতে থাকে৷ ব্যবসায়িরা দোকানপাট বন্ধ করে যার যার মতো নিরাপদে সরে যায়৷